কলকাতা: আরজি করের ঘটনা নিয়ে রাজ্য জোড়া প্রতিবাদের মাঝেই ডাকা হয়েছে বিশেষ অধিবেশন। সোমবার ও মঙ্গলবার দুদিনের অধিবেশন ডাকা হয়েছে। আর সেই অধিবেশনের প্রথম দিনেই দেখা গেল এক নজিরবিহীন ছবি। কোনও বিক্ষোভ, প্রতিবাদ নয়, আরজি করের নির্যাতিতাকে অন্যভাবে স্মরণ করলেন বিজেপি বিধায়করা।
এদিনের অধিবেশনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য শোকপ্রস্তাব পাঠ করা হয়। সেই সময় স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুরোধ করেন, যাতে আরজি করের নির্যাতিতার জন্যও শোকপ্রস্তাব পাঠ করা হয়। কিন্তু তাতে কার্যত আপত্তি জানান স্পিকার। তিনি উল্লেখ করেন, নির্যাতিতার নাম করার ক্ষেত্রে আইনি বাধা আছে।
শুভেন্দু অধিকারী পরামর্শ দিয়েছিলেন, ‘৯ অগস্ট’ বা ‘ডাক্তার বোন’, এমন কিছু বলে যদি শোকপ্রস্তাব পাঠ করা সম্ভব হয়। কিন্তু তাতেও স্পিকার কোনও সাড়া দেননি। এরপর অধিবেশন মুলতুবি হয়ে যায়। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায়।
স্বাভাবিকভাবেই মুলতুবি হয়ে যাওয়ার পর অধিবেশন কক্ষ থেকে একে একে বেরিয়ে যান শাসক দলের বিধায়করা। কিন্তু বিজেপি বিধায়করা কেউ বেরননি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তাঁরা সবাই বসেছিলেন। বিধানসভার ইতিহাসে এমন ছবি নজিরবিহীন। এরপর শুভেন্দু অধিকারী পৃথকভাবে নির্যাতিতার নামে শোকপ্রস্তাব পাঠ করেন। নির্যাতিতার নাম না নিয়েই প্রস্তাব পাঠ করা হয়। প্রায় ১৫ মিনিট ভিতরেই ছিলেন তাঁরা।
পরে কক্ষ থেকে বেরিয়ে বিধানসভার ইনার লবি সহ চারপাশে মোমবাতি হাতে মৌনমিছিল করেন বিজেপি বিধায়করা। বাইরে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমরা বলেছিলাম আইন মেনে প্রস্তাব পাঠ করুন। আমরা পরে পাঠ করেছি। আমরা হাতে আলো নিয়ে মৌন মিছিল করেছি।”