Jyotipriya Mallick: মেরুন ডায়েরিই ‘প্রাণভোমরা’? প্রাক্তন PA-কে বালুর মুখোমুখি বসাতে চায় ED

Ranjit Dhar | Edited By: Soumya Saha

Nov 01, 2023 | 10:04 PM

ED Probe in Ration Scam: রেশন দুর্নীতি মামলার তদন্তে ইতিমধ্যেই বেশ কিছু নথি ইডির তদন্তকারী অফিসারদের হাতে এসেছে বলে সূত্রের দাবি। সেই তালিকায় রয়েছে অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালানোর সময় উদ্ধার হওয়া মেরুন ডায়েরিও। সেখানে প্রচুর লেনদেনের হিসেব লেখা রয়েছে।

Jyotipriya Mallick: মেরুন ডায়েরিই প্রাণভোমরা? প্রাক্তন PA-কে বালুর মুখোমুখি বসাতে চায় ED
রেশন দুর্নীতি মামলার তদন্তে ইডি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। ইডির তল্লাশি অভিযানের সময় মন্ত্রী প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে একটি মেরুন ডায়েরি পাওয়া গিয়েছিল। মেডিক্যাল চেক আপের পরে বুধবার সেই ডায়েরিতে থাকা টাকা-পয়সার এন্ট্রি নিয়ে জেরা চলেছে বলে তদন্তকারী সংস্থা সূত্র মারফত জানা যাচ্ছে। আগামিকাল মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে। সেখানে অভিজিৎ দাসের সঙ্গে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে বলেও ইডি সূত্র মারফত জানা যাচ্ছে।

রেশন দুর্নীতি মামলার তদন্তে ইতিমধ্যেই বেশ কিছু নথি ইডির তদন্তকারী অফিসারদের হাতে এসেছে বলে সূত্রের দাবি। সেই তালিকায় রয়েছে অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালানোর সময় উদ্ধার হওয়া মেরুন ডায়েরিও। সেখানে প্রচুর লেনদেনের হিসেব লেখা রয়েছে। কোন তারিখে, কার থেকে কত টাকা এসেছে, কোথায় সেই টাকা জমা হয়েছে, সেই সব তথ্য দিনক্ষণ ধরে ধরে ডায়েরিতে তুলে রাখা আছে বলে ইডি সূত্রের দাবি। সেই নিয়ে ইতিমধ্যেই নিজেদের হোমওয়ার্ক সেরে নিয়েছেন তদন্তকারী অফিসাররা। আজ সেই ডায়েরিতে উল্লেখ টাকা-পয়সা হিসেব নিয়েও মন্ত্রীকে জেরা করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এরপর আগামিকাল মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ক সিজিওতে গেলে, দু’জনকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে বলে খবর।

এদিকে মন্ত্রীর অফিসের প্রাক্তন কর্মী অমিত দে’কেও আজ সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল। তাঁরও আলাদা ভাবে বয়ান রেকর্ড করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। রেশন দুর্নীতি মামলার তদন্তে প্রয়োজনীয় সব দিকগুলি খতিয়ে দেখছেন ইডির অফিসাররা। বার বার ডাক পড়ছে মন্ত্রীর অফিসের প্রাক্তন কর্মী থেকে শুরু করে প্রাক্তন আপ্তসহায়কের।

Next Article