কলকাতা: একদিকে বসিরহাটের সংগ্রামপুরে যখন আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে ইডি হানা দেয়। মঙ্গলবার সকালে নিউটাউনে তাঁর একটি ফ্ল্যাটেও হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। সেই ফ্ল্যাটে গিয়ে জানা যায়, বারিক কতটা ‘দিলখোলা’ মানুষ।
নিউটাউনে বারিক বিশ্বাসের পরিবারের লোকজন থাকেন বলে খবর। আবার দু’কামরার একটি সাজানোগোছানো ফ্ল্য়াট রয়েছে তাঁর বাড়ির পরিচারকদের জন্যও। মূলত তাঁর বাড়ির কাজকর্ম যাঁরা করেন, তাঁরা এবং গাড়ির চালকরা এই ঝাঁ চকচকে ফ্ল্যাটে থাকেন। নিউটাউনে মুকুল শান্তি গার্ডেনে এই ফ্ল্যাট। যে তলে বারিক ও তাঁর পরিবার থাকেন। ঠিক তাঁর নিচের তলে থাকেন তাঁর পরিচারকরা। দারুণ সাজানো গোছানো সেই ঘর। দামি আসবাবপত্রে ঠাসা। বিশাল এলইডি টিভি।
এক সময় সোনা পাচারে গ্রেফতার হন এই আব্দুল বারিক বিশ্বাস। এরপর কয়লাকাণ্ডেও নাম জড়ায় তাঁর। সোনা পাচার কাণ্ডে জামিন পাওয়ার পর রিয়েল এস্টেট থেকে শুরু করে ইটভাটা, অ্যাগ্রো প্রোডাক্টের ব্যবসার নামে একাধিক সংস্থা খোলেন বলে খবর। কলকাতা, নিউটাউন , রাজারহাট, বসিরহাটে তিনি প্রচুর সম্পত্তি কেনেন বলে খবর। সেই কোম্পানিগুলির আড়ালেই বারিক বেআইনি ব্যবসা চালাতেন বলে অভিযোগ ওঠে।রেশন দুর্নীতির টাকাও এই সংস্থাগুলোর মাধ্যমে বিনিয়োগ হয়ে থাকতে পারে বলে মনে করছে ইডি। প্রসঙ্গত, এই সংস্থাগুলির সিংহভাগই বারিক বিশ্বাসের স্ত্রীর নামে বলে খবর।