Ration Scam: ইডি-র আর্জি খারিজ, বাকিবুরকে দুবাই যাওয়ার অনুমতি দিল আদালত

সুজয় পাল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 22, 2024 | 9:45 PM

Ration Scam: বেশ কয়েকটি শর্তে বাকিবুরকে দুবাই যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। দুবাইতে কোথায় কোথায় যাবেন, তা জানাতে হবে ইডি-র তদন্তকারী অফিসারকে। দুবাইতে যে নম্বর ব্যবহার করবেন, সেই নম্বর জানাতে হবে তদন্তকারী অফিসারকে।

Ration Scam:  ইডি-র আর্জি খারিজ, বাকিবুরকে দুবাই যাওয়ার অনুমতি দিল আদালত
বাকিবুর রহমান (ফাইল ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

 কলকাতা: রেশন দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমানকে দুবাই যাওয়ার অনুমতি দিল আদালত। ইডির আপত্তি খারিজ করে শুক্রবার বাকিবুরকে বিদেশযাত্রার অনুমতি দিল ব্যাঙ্কশাল আদালত। ২৫ নভেম্বর কিংবা তারপর দুবাই যেতে পারবেন বাকিবুর, তাঁকে দেশে ফিরতে হবে ৫ ডিসেম্বরের মধ্যে। জানিয়ে দিয়েছে আদালত।

বেশ কয়েকটি শর্তে বাকিবুরকে দুবাই যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। দুবাইতে কোথায় কোথায় যাবেন, তা জানাতে হবে ইডি-র তদন্তকারী অফিসারকে। দুবাইতে যে নম্বর ব্যবহার করবেন, সেই নম্বর জানাতে হবে তদন্তকারী অফিসারকে। আকাশপথ ছাড়া কখনো মোবাইল বন্ধ রাখা যাবে না। ফেরার পর আবার পাসপোর্ট জমা দিতে হবে।

আদালতের কাছে বাকিবুক আবেদন করেছিলেন, ব্যবসায়ীক কাজে তাঁর দুবাই যাওয়ার প্রয়োজন রয়েছে। তাঁর সন্তানেরাও বিদেশে থাকেন। তাঁদের সঙ্গেও দেখা করতে চান তিনি। পাশাপাশি সেদেশে তাঁর কিছু নথির পুনর্নবীকরণেরও প্রয়োজন রয়েছে বলে আদালতে জানান বাকিবুর। কিন্তু ইডি প্রথম থেকেই তাঁর দুবাই যাত্রার বিরোধিতা করেছে আদালতে। ইডির যুক্তি ছিল, রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত বাকিবুর। তিনি দুবাই গেলে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থাকছে। বিদেশেও তাঁর প্রচুর সম্পত্তির হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা। সেক্ষেত্রে বাকিবুর বিদেশ গেলে, সেই সম্পত্তিও বেচে দিতে পারেন বলে তদন্তকারীরা আদালতে আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু আদালত ইডি-র বক্তব্যে সন্তুষ্ট ছিল না।

Next Article