Jadavpur University: ‘আমার জামা ছিঁড়ে দিয়েছে,বাম-অতিবামদের চিনে নিন’, যাদবপুরে সংঘর্ষে জ্ঞান হারালেন রাজন্যা

Sourav Dutta | Edited By: জয়দীপ দাস

Aug 16, 2023 | 5:53 PM

Jadavpur University: সংঘর্ষের শুরুতেই তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মীকে অসুস্থ হয়ে পড়তে দেখা যায়। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অসুস্থ হয়ে পড়েন বামেদের বেশ কিছু কর্মীও।

Jadavpur University: ‘আমার জামা ছিঁড়ে দিয়েছে,বাম-অতিবামদের চিনে নিন’, যাদবপুরে সংঘর্ষে জ্ঞান হারালেন রাজন্যা
রাজন্যা হালদার

Follow Us

কলকাতা: ‘দড়ি ধরে মারো টান মাও-মাকু-নকশালরা হবে খানখান’, যাদবপুরে (Jadavpur University) দাঁড়িয়েই বিকালেই হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল তৃণমূলের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। এরপরই যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে দলবল নিয়ে সোজা ঢুকে গিয়েছিলেন যাদবপুর ক্যাম্পাসে। এদিকে একদিকে তখন বাম-অতিবাম সংগঠনের ছাত্রছাত্রীদের জিবি চলছে। অরবিন্দ ভবনের সামনে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা আসতেই তাঁদের দেখা স্লোগান দিতে শুরু করে বাম ছাত্রছাত্রীরা। উল্টোদিকে পাল্টা স্লোগান তোলে টিএমসিপিও। মুহূর্তেই দু’পক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায়। উত্তপ্ত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। আহতও হন বেশ কয়েকজন। এদিকে তৃণমূলের মিছিলেই তৃণাঙ্কুরের সঙ্গে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। তাঁর উপরেও হামলার অভিযোগ উঠেছে বাম ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। এই রাজন্যাই কয়েকদিন আগে তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে ভাষণও দিয়েছিলেন। তাঁকে বক্তব্য রাখার কথা বলেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। 

বাম ‘আক্রমণের’ মুখে পড়ে ক্ষোভে ফেটে পড়েন রাজন্যা। ক্য়ামেরার সামনে দাঁড়িয়েই ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এই বাম অতিবামদের চিনে নিন। বর্জন করুন ওদের। ওরা খুনি। ওরা আমার এক ভাইকে খুন করেছে। সেটা ঢাকা দেওয়ার জন্য ওরা তৎপর। আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এলে আমাদের অত্যাচার করেছে। আমাদের খুন করার চেষ্টা করেছে। আমাদের মেরেছে। ওরা প্রোগ্রেসিভ বলে নিজেদের! এটা ওদের প্রগতিশীলতা? একজন মহিলার সঙ্গে ওরা কী করেছে দেখুন। আমার জামা ছিঁড়ে দিয়েছে।” যদিও বামেদের দাবি তৃণমূল এখানে যে সমস্ত লোকজন এনেছিল তাঁদের বেশিরভাগই বহিরাগত। যাদবপুরের ছাত্রই নয়। ওরাই প্রথম অশান্তি পাকানোর চেষ্টা করছিল। 

এদিকে সংঘর্ষের শুরুতেই তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মীকে অসুস্থ হয়ে পড়তে দেখা যায়। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অসুস্থ হয়ে পড়েন বামদের বেশ কিছু কর্মীও। সংঘর্ষের মধ্যে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন রাজন্যাও। হারিয়ে ফেলেন জ্ঞান। খবর পেয়ে দ্রুত ছুটে আসে অ্য়াম্বুলেন্স। ইতিমধ্য়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। 

Next Article