Recruitment News: বেতন মাসে ১ লক্ষ টাকার বেশি, এই চাকরিতে কীভাবে আবেদন করবেন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 17, 2023 | 12:59 AM

Recruitment News: এই চাকরিতে বেতন হবে ৪০ হাজার থেকে ১ লক্ষ ১৪০ হাজার পর্যন্ত। থাকবে সিপিএফ, গ্র্যাচুইটি, সোশ্যাল স্কিম, মেডিক্যাল বিমার সুবিধা। সিটিসি অর্থাৎ বছরে মোট ১৩ লক্ষ টাকা।

Recruitment News: বেতন মাসে ১ লক্ষ টাকার বেশি, এই চাকরিতে কীভাবে আবেদন করবেন
প্রতীকী ছবি।
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া। মোট ৪৯৬টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে বলে উল্লেখ করা হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে। ১ নভেম্বর থেকে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। আবেদন করার শেষ দিন ৩০ নভেম্বর। aai.aero- এই ওয়েবসাইটে গিয়ে আবোদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

লিখিত পরীক্ষা ও মেডিক্যাল পরীক্ষার পর বেছে নেওয়া হবে প্রার্থীদের। অনলাইনেই করা যাবে আবেদন। ১০০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও টাকা দিতে হবে না।

জেনারেল প্রার্থীদের জন্য শূন্যপদ- ১৯৯টি, EWS (আর্থিকভাবে পিছিয়ে পড়া) শ্রেনির জন্য ৪৯টি, ওবিসি-দের জন্য ১৪০টি, এসসি-র জন্য ৭৫টি, এসটি-র জন্য ৩৩টি শূন্যপদ বরাদ্দ থাকছে।

পদার্থবিদ্যা বা অঙ্কে স্নাতক ডিগ্রি থাকা জরুরি। এছাড়া ইংরেজি লিখতে ও বলতে জানতে হবে। যে কোনও বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও যোগ্য হিসেবে গণ্য হবেন প্রার্থীরা।

আবেদনকারীদের বয়স হতে হবে ন্যুনতম ২৭ বছর।

এই চাকরিতে বেতন হবে ৪০ হাজার থেকে ১ লক্ষ ১৪০ হাজার পর্যন্ত। থাকবে সিপিএফ, গ্র্যাচুইটি, সোশ্যাল স্কিম, মেডিক্যাল বিমার সুবিধা। সিটিসি অর্থাৎ বছরে মোট ১৩ লক্ষ টাকা।

কীভাবে আবেদন করবেন:

aai.aero- এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশনে ক্লিক করতে হবে। ওটিপি দেওয়ার পর পুরো আবেদন পত্র পূরণ করতে হবে। আবেদন মূল্য দিতে হবে অনলাইনেই। ফি দেওয়ার পর প্রিন্ট আউট বের করে নিতে হবে।

Next Article