Recruitment Scam: ‘বিচার চলার সময় আদালতে হাজির হওয়ার সময় পান না’, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারকের ভর্ৎসনার মুখে CBI
Recruitment Scam: তবে অবশ্য এই প্রথম নয়, আলিপুর বিশেষ সিবিআই আদালতে বিচারকের ভর্ৎসনার মুখে এর আগেও পড়তে হয়েছে সিবিআই-কে। আদালত সূত্রে জানা যায়, যে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করতে বলা হয়েছিল, তাঁদের কয়েকজনকে চার্জশিটে দেখানো হয়েছে সাক্ষী হিসেবে!

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল সিবিআই বিশেষ আদালতে। সেখানেই বিচারকের ভর্ৎসনার শিকার সিবিআই। বিচারক শুভেন্দু সাহার তাৎপর্যপূর্ণ মন্তব্য, “আপনারা গ্রেফতারের সময় এত তৎপর হয়ে ওঠেন, বিচার চলার সময় আদালতে হাজির হওয়ার সময় পান না”। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই- এর ভূমিকার সমালোচনা করেন বিচারক।
মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রুটিন হাজিরা ছিল কয়েকজন অভিযুক্তের। শুনানি শুরুর সময় বিচারক খোঁজ করেন তদন্তকারী অফিসার ও বিশেষ সরকারি আইনজীবীর। জানা যায় তাঁরা দুজনেই অনুপস্থিত। তখন বিচারক শুভেন্দু সাহা বিরক্ত হন।
তবে অবশ্য এই প্রথম নয়, আলিপুর বিশেষ সিবিআই আদালতে বিচারকের ভর্ৎসনার মুখে এর আগেও পড়তে হয়েছে সিবিআই-কে। আদালত সূত্রে জানা যায়, যে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করতে বলা হয়েছিল, তাঁদের কয়েকজনকে চার্জশিটে দেখানো হয়েছে সাক্ষী হিসেবে! আর এ নিয়েই প্রাথমিক দুর্নীতি মামলায় আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল সিবিআই-কে।
এর আগে অভিযুক্তদের আইনজীবীকে তথ্যপ্রমাণের নথি না দেওয়ায়, কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী অফিসারকে রীতিমতো ভর্ৎসনা করছিলেন বিচারক সুজিত কুমার ঝা-কে। বিচারক বলেছিলেন, “কখনও আপনাদের দৌড়ের শেষ নেই, সন্ধের পরেও দৌড়ান, কখনও আবার শুয়ে পড়েন, কেন?” এবারও বিচারকের ভর্ৎসনার মুখে সিবিআই।

