Recruitment Scam: পার্থ ঘনিষ্ঠ পার্থকে আবারও তলব ED-র

Supriyo Guha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 19, 2024 | 12:07 PM

Recruitment Scam: পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন তিনি। বিরোধী নেতা থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের মালিকানাধীন মিনিবাসের দেখভাল করতেন ভজা। সেই থেকেই ঘনিষ্ঠতা বাড়ে। ধীরে ধীরে পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত কাছের লোক হয়ে ওঠেন তিনি।

Recruitment Scam: পার্থ ঘনিষ্ঠ পার্থকে আবারও তলব ED-র
পার্থ চট্টোপাধ্যায় (ফাইল ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব দে ও পার্থ সরকারকে ওরফে ভজাকে তলব। ব্যবসায়ী রাজীব দে ও পার্থ সরকারকে তলব করল ইডি। নিয়োগ দুর্নীতির বিপুল কাল টাকা প্রমোটিং ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে বলেই মনে করছে ইডি। পাশাপশি পার্থ চট্টপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলরকে এর আগে তলব করা হলেও, তিনি সময় চেয়েছিলেন কিছুদিনের জন্য। তাই ফের নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলেই ইডি সূত্রের খবর।

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন তিনি। বিরোধী নেতা থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের মালিকানাধীন মিনিবাসের দেখভাল করতেন ভজা। সেই থেকেই ঘনিষ্ঠতা বাড়ে। ধীরে ধীরে পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত কাছের লোক হয়ে ওঠেন তিনি। ধীরে ধীরে পার্থ চট্টোপাধ্যায়ের আর্থিক লেনদেনের বিষয়টিও দেখা করতেন।

ইডি চার্জশিটে উল্লেখ করেছে, নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান হিসাবে গ্রেফতার হওয়া বহিষ্কৃত ছাত্রনেতা কুন্তল ঘোষ ও মন্ত্রী পার্থর সংযোগকারী হিসাবে কাজ করেন পার্থ। এর আগেই পার্থ সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। গত ১২ বছরের তাঁর সমস্ত সম্পত্তি এবং ব্যাঙ্কের আর্থিক লেনদেনের সমস্ত নথি সমেত ভজাকে তলব করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, প্রার্থীদের নামের তালিকা ও কয়েক কোটি টাকা এই পার্থর মাধ্যমেই পার্থ চট্টোপাধ্যায়ের হাতে পৌঁছেছে।

Next Article