TMC Councillor: তৃণমূল কাউন্সিলরের ‘টমি-পমির’ বিবাহ বার্ষিকী পার্ক স্ট্রিটে, লক্ষাধিক খরচ, বলছে বিজেপি

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 20, 2024 | 12:54 PM

Sajal Ghosh: ফেসবুকে একটি পোস্ট শেয়ার করছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তাঁর দাবি, তিনি যেহেতু তৃণমূল করেন না তাই তিনি ভাড়া নিয়ে কুকুরের বিবাহ বার্ষিকী করার ক্ষমতা রাখেন না। এখানেও নাম না করে দুর্নীতি প্রসঙ্গ তুলেছেন সজল। তিনি লিখেছেন, "লক্ষ লক্ষ টাকা খরচ করে এরকম একটা অভিজাত হল ভাড়া নিয়ে কুকুরের বিবাহ বার্ষিকী করার ক্ষমতা বা মানসিকতা আমার নেই। কারণ আমি তো তৃণমূল করি না।"

TMC Councillor: তৃণমূল কাউন্সিলরের ‘টমি-পমির’ বিবাহ বার্ষিকী পার্ক স্ট্রিটে, লক্ষাধিক খরচ, বলছে বিজেপি
সারমেয়র বিবাহ বার্ষিকী
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বাড়ির দুই পোষ্য। একজন টমি অন্যজন পমি। অভিযোগ, আর তাদেরই বিবাহ বার্ষিকী পালন করলেন তৃণমূল কাউন্সিলর। পার্ক-স্ট্রিটের বাড়ি ভাড়া করে এলাহি আয়োজন করলেন শাসক কাউন্সিলর। বাড়ির সারমেয়র বিবাহ বার্ষিকী চুটিয়ে পালন করলেন কলকাতা পুরসভার ওই কাউন্সিলর। আর এই ঘটনায় রীতিমত সরব বিজেপি। তবে টিভি ৯ বাংলা এই বিষয়ে একাধিকবার কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন তোলেননি।

ফেসবুকে একটি পোস্ট শেয়ার করছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তাঁর দাবি, তিনি যেহেতু তৃণমূল করেন না তাই তিনি ভাড়া নিয়ে কুকুরের বিবাহ বার্ষিকী করার ক্ষমতা রাখেন না। এখানেও নাম না করে দুর্নীতি প্রসঙ্গ তুলেছেন সজল। তিনি লিখেছেন, “লক্ষ লক্ষ টাকা খরচ করে এরকম একটা অভিজাত হল ভাড়া নিয়ে কুকুরের বিবাহ বার্ষিকী করার ক্ষমতা বা মানসিকতা আমার নেই। কারণ আমি তো তৃণমূল করি না।” এ প্রসঙ্গে লিখতে গিয়ে তিনি পুরনো দিনের কথা মনে করিয়েছেন। বিজেপি নেতার কথায়, “আগে বড়লোকরা নাকি বিড়ালের বিয়ে দিত, তাহলে তৃণমূলীরা কেন কুকুরের বিবাহ বার্ষিকী পালন করবে না?” যদিও, বারেবারে সজল এ-ও উল্লেখ করছেন, তিনি এই প্রসঙ্গে লিখতে গিয়ে পশুপ্রেমীদের ভাবাবেগে কোনও রকম আঘাত করতে চাননি।

বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আবার বলেছেন, “আগে জমিদাররা পুতুলের বিয়ে দিত। এখন কেউ কুকুরের ডায়ালিসিস করছে, কেউ জন্মদিন পালন করছে। হারামের টাকায় কুকুরের জন্মদিন কেন, ভূতেরও শ্রাদ্ধ হয়। গরিব মানুষ বাড়ি-গ্যাস-শৌচালয় পায় না। আর এই রকম লোকজন টাকা লুঠ করে ফুর্তি করছে।”

এই নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, “এই বিষয়টি আমার জানা নেই। এই নিয়ে মন্তব্য করব না।”

Next Article