কলকাতা: যেখানে তৃণমূলের ২১ জুলাইয়ের অনুষ্ঠান হয় সেখানেই জায়গা চেয়েছিল নওশাদ শিবির। কিন্তু, মিলেও মিলল না অনুমতি। খারিজ হয়ে গিয়েছে একক বেঞ্চের নির্দেশ। ভিক্টোরিয়া হাউজের সামনে করা যাবে না আইএসএফের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। সাফ জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। তা নিয়েই জোর চর্চা রাজনীতির পাড়ায়। শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ ছিল, ভিক্টোরিয়া বাদে কাছাকাছি অন্য জায়গায় সভা করা যেতে পারে।
যদিও পরে জানা যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে আইএসএফের সভা। চূড়ান্ত নির্দেশে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটে পর্যন্ত এই সভা করতে পারবে আইএসএফ। যদিও অর্ডার কপি হাতে না পেয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি হলেন না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রসঙ্গত, একদিন আগেই এ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ জানিয়েছিল, শর্তসাপেক্ষে ভিক্টোরিয়া হাউজের সামনে ওই সভা করতে পারে আইএসএফ। এই সিদ্ধান্ত সামনে আসার পরেই ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য।
এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “রাজনীতি তো দীর্ঘদিনের লড়াই। আমরাও ওখানে যাতে আগামী দিনে সভা করতে পারি তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। শাসক ঠিক করেছে আমাদের সভা করতে দেবে না। তাই ম্যারাথন, ভিনটেজ কার র্যালির কথা বলেছে। আমরা আদালতের সিদ্ধান্তকে মান্যতা দেব। আমাদের নানাভাবে আটকানো হচ্ছে গত ৭৫ বছর ধরে। আমাদের প্ল্যান এ প্ল্যান বি রেডি করা আছে। কোর্টের রায়ের কপি হাতে আসার পরে আমরা আমাদের সিদ্ধান্তের বিষয় নিয়ে হয়তো জানাব।”