Recruitment Scam: CBI-এর কাছে চেয়ে পাঠানো হল FIR, পুরনিয়োগের তদন্ত করতে তৎপর ইডি

সিজার মণ্ডল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 24, 2023 | 4:43 PM

Recruitment Scam: সূত্রের খবর, ইডি-র দেওয়া স্ট্যাটাস রিপোর্টের ওপর ভিত্তি করেই সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান অয়ন শীলের থেকে পুরসভার নিয়োগের প্রচুর নথি উদ্ধারের বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিল্লির সদর দফতরে পাঠিয়েছে ইডি।

Recruitment Scam: CBI-এর কাছে চেয়ে পাঠানো হল FIR, পুরনিয়োগের তদন্ত করতে তৎপর ইডি
পুরনিয়োগে তদন্তে ইডি

Follow Us

কলকাতা: পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করতে তৈরি ইডি। ECIR নথিভুক্ত করতে সিবিআই-এর কাছে পুর দুর্নীতি নিয়ে এফআইআর চাইলেন ইডি আধিকারিকরা। এফআইআর পেলেই ECIR নথিভুক্ত করে তদন্ত শুরু করবে ইডি। সূত্রের খবর, ইডি-র দেওয়া স্ট্যাটাস রিপোর্টের ওপর ভিত্তি করেই সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান অয়ন শীলের থেকে পুরসভার নিয়োগের প্রচুর নথি উদ্ধারের বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিল্লির সদর দফতরে পাঠিয়েছে ইডি। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীলের সংস্থার সঙ্গে রাজ্যের একাধিক পুরসভার প্রত্যক্ষভাবে যোগসাজশ ছিল বলে তদন্তে উঠে এসেছে।

২০১৮-১৯ অর্থবর্ষের আগে কলকাতা পুরসভা ছাড়া রাজ্যের কোন পুরনিগম বা মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অন্তর্গত ছিল না। সেই সময় কলকাতা ছাড়া বাকি পুরসভা গুলিতে কর্মী নিয়োগের দায়িত্ব নিজ নিজ পুরসভার চেয়ারম্যান বা সেই প্রতিষ্ঠান গঠিত কমিটি স্থির করত। ইডি আধিকারিকরা বলছেন, উত্তর ২৪ পরগনার ৬ পুরসভার প্রতি স্তরে নিয়োগে হাজার হাজার চাকরি বিক্রি হয়েছে। পুরসভার গাড়িচালক থেকে টাইপিস্ট সব পদে লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়েছে বলে দাবি ইডির। এই দাবি এর আগে ইডি আদালতেও করেছে।

এই মামলায় এবার সরাসরি তদন্ত করতে প্রস্তুত ইডি আধিকারিকরা। এর আগে অয়ন শীলকে আদালতে পেশ করার সময়ে আধিকারিকরা জানিয়েছিলেন, “এই প্রোমোটারের অফিস থেকে পুরসভা নিয়োগেও দুর্নীতির হদিশ মিলেছে।” কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দমদম, দক্ষিণ দমদম, উত্তর দমদম, বরানগর, হালিশহর, কামারহাটি পুরসভার নিয়োগেও অনিয়ম হয়েছে।

এদিকে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরনিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আপাতত সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছে। শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার।

Next Article