Suvendu Adhikari: ‘কোরাপশন ইউনাইটেড ফ্রন্ট’! নবান্নে মমতা-নীতীশ-তেজস্বীর বৈঠকের পরই রণংদেহি শুভেন্দু

Anjan Roy | Edited By: Soumya Saha

Apr 24, 2023 | 5:17 PM

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী বললেন, 'এটি একটি অশুভ আঁতাত। দুর্নীতিগ্রস্তদের একটি জোট হয়েছে। কোরাপশন ইউনাইটেড ফ্রন্ট তৈরি হয়েছে। চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় আর কনভেনার অরবিন্দ কেজরীবাল। এই জোট হাফ-হার্টেড জোট। এর কোনও দিশা নেই।

Suvendu Adhikari: কোরাপশন ইউনাইটেড ফ্রন্ট! নবান্নে মমতা-নীতীশ-তেজস্বীর বৈঠকের পরই রণংদেহি শুভেন্দু
অবিজেপি জোটকে আক্রমণ শুভেন্দুর

Follow Us

কলকাতা: লক্ষ্য লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। তার আগে বিজেপি-বিরোধী আঞ্চলিক শক্তিগুলিকে একছাতার তলায় নিয়ে আসার চেষ্টা চলছে। এদিন নবান্নে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Tejaswi Yadav) সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর তিনজন মিলে সাংবাদিক বৈঠকও করেন। আর সেই সাংবাদিক বৈঠকে উঠে আসে, বিজেপি-বিরোধী রাজনৈতিক জোটের প্রসঙ্গও। নবান্নের সরকারি অফিসে বসে, এই ধরনের বৈঠক নিয়ে খোঁচা দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। বললেন, ‘তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে নীতীশ কুমার নবান্নে সরকারি অফিসে বসে আবার কেন্দ্রের সরকারকে বদলে ফেলার জন্য চোরেদের সিন্ডিকেটের একতার আহ্বান করে গিয়েছেন।’

বিজেপি-বিরোধী আঞ্চলিক দলগুলিকে একছাতার তলায় নিয়ে আসার যে চেষ্টা চালানো হচ্ছে, সেই উদ্যোগকেও বিদ্রুপ করেছেন শুভেন্দু অধিকারী। বললেন, ‘এটি একটি অশুভ আঁতাত। দুর্নীতিগ্রস্তদের একটি জোট হয়েছে। কোরাপশন ইউনাইটেড ফ্রন্ট তৈরি হয়েছে। চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় আর কনভেনার অরবিন্দ কেজরীবাল। এই জোট হাফ-হার্টেড জোট। এর কোনও দিশা নেই। এর সঙ্গে মানুষের আন্দোলনের কোনও সম্পর্ক নেই।’ তৃণমূল শিবির থেকে বার বার বিজেপি বিরোধী লড়াইয়ের মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। সেই নিয়ে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। এদিন বিকেলে সাংবাদিক বৈঠক থেকে বললেন, ‘লোকসভা ভোট এলেই মমতার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা হয়। পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন।’

অতীতে যে অবিজেপি দলগুলির একটি বিশাল সমাবেশ কলকাতার ব্রিগেডে আয়োজিত হয়েছিল, সেই কথাও স্মরণ করিয়ে দেন শুভেন্দু। বললেন, ‘ ব্রিগেডে একটি সভা ডেকেছিলেন, সেখানে সব বিরোধী দল ছিল। নীতিশ কুমার অবশ্য ছিলেন না, কারণ তিনি তখন এনডিএ-তে ছিলেন। সেই ইউনাইটেড ইন্ডিয়ার পরিণতি মানুষ দেখেছে।’

এদিকে শুভেন্দুর এই খোঁচা নিয়ে পাল্টা দিয়েছে তৃণমূল শিবিরও। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘জোট নিয়ে ওদের এখনই হাত-পা কাঁপছে। সারা দেশে বিজেপির ভোট কমছে, সেই জন্য হাত-পা কাঁপছে। এনডিএ তো বিজেপির পৈত্রিক সম্পত্তি নয়, ওটাও একটা জোট। তখন জোট করেছিল কেন? এনডিএ-তে ১৭-১৮ টা দল ছিল। ১৪-১৫ টা তো চলে গিয়েছে।’

Next Article