কলকাতা : মঙ্গলবারই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে ধাপে ধাপে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে প্রস্তুত রাজ্য সরকার। আর বুধবার প্রাথমিক টেট মামলায় নতুন করে ২২ জনকে নিয়োগ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। টেটের প্রশ্নপত্র ভুল থাকার অভিযোগে এই মামলা হয়। আগে এই মামলায় প্রথমে ১৮৭ জন ও পরে ৬৫ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবার ফের ২২ জনকে চাকরি দিতে বলল আদালত। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ রাজ্যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা চলছে। এরই মধ্যে রয়েছে ভুল প্রশ্নপত্র সংক্রান্ত এই মামলা। ২০১৪ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয়, তাতে ভুল ছিল বলে অভিযোগ ওঠে। পরবর্তীকালে সেই পরীক্ষার ফল প্রকাশ হয়। ভুল প্রশ্নপত্র নিয়ে মামলা শুরু হয় পরে। সেই মামলার প্রেক্ষিতে ১৮৭ জনকে চাকরিতে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেপ্টেম্বরেই সেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৯ সেপ্টেম্বর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ইন্টারভিউও নেওয়া হয়েছে। চাকরির সুপারিশপত্র বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার আরও বেশ কয়েকজনকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হল।
উল্লেখ্য, ২০১৪ সালে যে টেট হয়েছিল, তাতে প্রশ্নে ভুল থাকার অভিযোগ উঠলে, নিজেরাই স্বতঃপ্রণোদিত ভাবে বিশেষজ্ঞ কমিটির কাছে পাঠিয়েছিল পর্ষদ। যে একটি প্রশ্নে ভুল ছিল, তার প্রেক্ষিতে কিছু প্রার্থীকে বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়। কৃতকার্য এবং অকৃতকার্য নির্বিশেষে সবাইকে বাড়তি ১ নম্বর দেওয়া হয়নি, আর তা নিয়েই প্রশ্ন ওঠে।