Recruitment Scam: নিয়োগ মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ, তবে…

Shrabanti Saha | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 20, 2024 | 11:41 AM

Recruitment Scam: জামিন মিললেও এই মুহূর্তে জেল মুক্তি হচ্ছে না তাঁর। কারণ, ইডি-র দায়ের করা মামলায় জামিন পেলেও সিবিআই-এর দায়ের করা মামলায় জামিন পাননি কুন্তল। একই সঙ্গে

Recruitment Scam: নিয়োগ মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ, তবে...
কুন্তল ঘোষ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের জামিন মঞ্জুর করল আদালত। তবে জামিন মিললেও এই মুহূর্তে জেল মুক্তি হচ্ছে না তাঁর। কারণ, ইডি-র দায়ের করা মামলায় জামিন পেলেও সিবিআই-এর দায়ের করা মামলায় জামিন পাননি কুন্তল। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষ অভিযুক্তের জামিন মঞ্জুর করেছেন।

এর আগে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কুন্তল। তবে এই মামলা হাইকোর্টে ফিরিয়ে দেয় সর্বোচ্চ আদালত। পাশাপাশি পরামর্শ দেওয়া হয় যাতে কলকাতা হাইকোর্টে একমাসের মধ্যে মামলাটির নিষ্পত্তি হয়।
সেই মতোই বুধবার ছিল শুনানি। তবে ইডি-র মামলায় জামিন পেলেও এখনও জেলমুক্তি ঘটছে না কুন্তলের। এ দিন, একাধিক শর্তসাপেক্ষে কুন্তলের জামিন মঞ্জুর করেছে আদালত। বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ,পাসপোর্ট থাকলে তা জমা রাখতে হবে,নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না অভিযুক্ত, তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না, কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না, একই সঙ্গে ১০ লক্ষ টাকার বন্ডে মিলেছে জামিন।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় কুন্তল ঘোষের। নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল দাবি করেছিলেন চাকরিপ্রার্থীদের একাংশের কাছ থেকে কোটি টাকা তুলেছেন কুন্তল। এরপর ২০২৩ সালের ২১ জানুয়ারি লাগাতার তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল যুবনেতাকে। বস্তুত, বুধবার রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানিও।

Next Article