Train service: কুড়মি সমাজের আন্দোলন প্রত্যাহার করতেই এই সব এক্সপ্রেস ট্রেন ফের চালু

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 10, 2023 | 8:50 AM

Indian Rail: অবরোধ ওঠায় অবশেষে বেশ কয়েকটি এক্সপ্রেস ফের চালু করেছে রেল। রবিবার রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে ট্রেনগুলি ফের চালানোর কথা ঘোষণা করা হয়েছে রেলের তরফে।

Train service: কুড়মি সমাজের আন্দোলন প্রত্যাহার করতেই এই সব এক্সপ্রেস ট্রেন ফের চালু
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: আদিবাসী কুড়মি সমাজের আন্দোলনের জেরে গত কয়েক দিন ধরেই দক্ষিণ-পূ্র্ব রেলের একাধিক প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছিল। খেমাশুলি, কোটশিলার মতো রেলস্টেশন ও সড়কপথ অবরোধ করে কুড়মি সমাজের লোকজন। এর জেরে ব্যাপক অসুবিধার মধ্যে পড়েছিলেন সাধারণ মানুষ। অবশেষে রবিবার আন্দোলন প্রত্যাহার করে কুড়মি সমাজের নেতৃত্বরা। যদিও তার পরও মানুষরা অবরোধ চালিয়েছেন। সেই অবরোধ ওঠায় অবশেষে বেশ কয়েকটি এক্সপ্রেস ফের চালু করেছে রেল। রবিবার রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে ট্রেনগুলি ফের চালানোর কথা ঘোষণা করা হয়েছে রেলের তরফে।

রেলের তরফে জানানো হয়েছে, কুস্তুর, খেমাশুলি, কোটশিলা স্টেশনে অবরোধ উঠছে যাওয়ায় নিম্নলিখিতে ট্রেন পরিষেবা ১০ এপ্রিল থেকে ফের চালু হবে।

১৮৬০২ হাতিয়া-টাটানগর এক্সপ্রেস, ১৮৬২৮ রাঁচী-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, ১৮৬২৬ হাতিয়া-পূর্ণিয়া কোর্ট এক্সপ্রেস, ১৩৫০৪ হাতিয়া-বর্ধমান মেমু প্যাসেঞ্জার, ১৮০৩৬ হাতিয়া-খড়্গপুর এক্সপ্রেস, ১৮৬২২ হাতিয়া-পাটনা এক্সপ্রেস, ১৮৬১৬ হাতিয়া-হাওড়া এক্সপ্রেস, ১৮৬২৪ হাতিয়া-ইসলামপুর এক্সপ্রেস এবং ১৮০৩৫ খড়্গপুর-হাতিয়া এক্সপ্রেস। ১৮০৩৫ খড়্গপুর-রাঁচী এক্সপ্রেসও সোমবার চলাচল করবে।

দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের পুরুলিয়া-আদ্রা শাখায় গত বুধবার থেকে রেল রোকোর ডাক দেয় আদিবাসী কুড়মি সমাজ। অন্যদিকে রেল রোকো আন্দোলনের পাশাপাশি বৃহস্পতিবার ৬ এপ্রিল সকাল থেকে কুস্তাউর মোড়ে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক অবরুদ্ধ করে চলে কুড়মি সম্প্রদায়ের আন্দোলন। আন্দোলনকারীদের দাবি, তাঁদের সম্প্রদায়কে তফসিলি উপজাতিভুক্ত করতে হবে। এই দাবির কথা রাজ্য সরকার ইতিমধ্যেই কেন্দ্রের আদিবাসী বিষয়ক মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।

Next Article