RG Kar Case: বিহার থেকে এসে গ্রেফতার হয়ে গেলেন চিকিৎসক! আরজি কর কি দুর্নীতির আখড়া?
RG Kar Case: বিহার থেকে এমবিবিএস হয়ে পিজিটি হিসেবে আরজি করে ডাক পেয়েছিলেন এক চিকিৎসক। কাউন্সিলিংয়ে অংশ নিতে গিয়ে গ্রেফতার হন তিনি। তাঁর সব নথি জাল বলে অভিযোগ ওঠে।
নয়া দিল্লি: আরজি কর মেডিক্যাল কলেজে এক চিকিৎসকের মৃত্যু হাজার প্রশ্ন তুলে দিয়েছে। এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের অস্বস্তি বাড়ল আরও। এক চিকিৎসকের করা মামলায় উঠেছে প্রশ্ন। বিহার থেকে পাশ করে আসা ওই চিকিৎসককে কেন গ্রেফতার হতে হল, সেই প্রশ্ন তুলেই মামলা হয়েছে। স্নাতকোত্তরের শূন্যপদের ক্ষেত্রেও কি চলত দুর্নীতি?
অভিযোগ, বিহার থেকে এমবিবিএস হয়ে পিজিটি হিসেবে আরজি করে ডাক পেয়েছিলেন এক চিকিৎসক। কাউন্সিলিংয়ে অংশ নিতে গিয়ে গ্রেফতার হন তিনি। তাঁর সব নথি জাল বলে অভিযোগ ওঠে। হাসপাতাল থেকেই ফোন করা হয় টালা থানায়। পুলিশ গিয়ে গ্রেফতার করে রাজীব রঞ্জন নামে ওই চিকিৎসককে।
সেই সময় ওই চিকিৎসককে ছাড়াতে যান এমন একজন চিকিৎসককেও পুলিশ অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে। পরে আদালত সব নথি দেখে ভুয়ো বা জাল নয় বলে চিহ্নিত করে ও তাঁদের জামিন দেয়। অভিযোগ পুলিশ ও আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছাকৃত যোগ্য প্রার্থীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে, সেই পদ নিয়ে নয়ছয় করতে চেয়েছিল। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলার দ্রুত শুনানির আবেদন।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)