Sandip Ghosh: দোষ প্রমাণ হলে মৃত্যুদণ্ড সন্দীপের, বিরলের মধ্যে বিরলতম অপরাধে যেমনটা হয়: আদালত

সুজয় পাল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 28, 2024 | 6:39 AM

RG Kar Case: দুদিন আগে আরজি কর মামলার শুনানি ছিল বিশেষ সিবিআই আদালতে। সেখানে সন্দীপ ও অভিজিৎ জামিনের আর্জি জানালেও বিরোধিতা করে কেন্দ্রীয় সংস্থা।

Sandip Ghosh: দোষ প্রমাণ হলে মৃত্যুদণ্ড সন্দীপের, বিরলের মধ্যে বিরলতম অপরাধে যেমনটা হয়: আদালত
সন্দীপ ঘোষ
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ৮ অগস্ট রাতে আরজি কর মেডিক্যাল কলেজের ভিতর ঠিক কী হয়েছিল, সেই উত্তর খোঁজার চেষ্টা চলছে এখনও। চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় গ্রেফতার হয়েছেন খোদ ওই মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গ্রেফতার হয়েছেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। তাঁদের বিরুদ্ধে আদালতে একের পর এক তথ্য প্রমাণ পেশ করেছে সিবিআই। সেই দুই অভিযুক্তের জামিন খারিজ করে নির্দেশনামায় আদালত যা উল্লেখ করেছে, তা চমকে যাওয়ার মতো।

দুদিন আগে আরজি কর মামলার শুনানি ছিল বিশেষ সিবিআই আদালতে। সেখানে সন্দীপ ও অভিজিৎ জামিনের আর্জি জানালেও বিরোধিতা করে কেন্দ্রীয় সংস্থা। জামিনের আর্জি খারিজ হয়ে যায়। বর্তমানে জেলে আছেন দুজনেই। সেই নির্দেশনামায় আদালত উল্লেখ করল, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এসেছে। সেই সব দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

নির্দেশনামায় বিচারক লিখেছেন, ‘অভিযুক্ত অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি ছিলেন, আর এক অভিযুক্ত সন্দীপ ঘোষ একজন চিকিৎসক। তাঁদের সামাজিক অবস্থানের কথা এড়িয়ে যাওয়ার মতো নয়। অন্যদিকে, অভিযোগের মাত্রা গুরুতর। যদি এই অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট (মৃত্যুদণ্ড) হতে পারে, বিরলের মধ্যে বিরলতম মামলায় যে শাস্তি হয়। এই অভিযোগে জামিন দেওয়া অন্যায় হবে।’ কী এমন অভিযোগ পেশ করেছে সিবিআই? তা এখনও স্পষ্ট নয়।

এই খবরটিও পড়ুন

শুধুমাত্র খুন ও ধর্ষণের মামলায় নয়, দুর্নীতির মামলাতেও সন্দীপের বিরুদ্ধে তদন্ত চলছে। সেই মামলাতেই প্রথম গ্রেফতার হন তিনি। তাঁর আমলে আরজি কর মেডিক্যাল কলেজে বড় দুর্নীতির অভিযোগ উঠেছে।

Next Article