Supreme Court: রাজ্যের আর্জিতেই সুপ্রিম সিলমোহর, পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি

Jyotirmoy Karmokar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 23, 2024 | 11:43 AM

RG Kar Case: গত ৯ সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চে চলছে ধর্ষণ ও খুনের অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি।

Supreme Court: রাজ্যের আর্জিতেই সুপ্রিম সিলমোহর, পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি
সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: আগামী ২৭ সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানির দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সেই শুনানির দিন এবার পিছিয়ে গেল। রাজ্যের তরফে দিন পরিবর্তনের আর্জি জানানো হয়েছিল। সেই আর্জি মেনে নিয়েছেন প্রধান বিচারপতি। ২৭ তারিখের বদলে ৩০ সেপ্টেম্বর হবে আরজি কর মামলার শুনানি।

তিলোত্তমা কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। সেই মামলার শুনানি চলছে। ইতিমধ্যেই তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার ও সিবিআই। সেই সব রিপোর্ট খতিয়ে দেখেছেন প্রধান বিচারপতি। আরজি করের চিকিৎসকের মৃত্যুর পাশাপাশি, আরজি করে আর্থিক দুর্নীতি, জুনিয়র ডাক্তারদের আন্দোলন সহ একাধিক বিষয়ের উত্থাপন হয়েছে।

জানা গিয়েছে, রাজ্যের তরফ থেকে আগেই সময় পরিবর্তন করার আর্জি জানানো হয়েছিল। সোমবার সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। এদিন প্রধান বিচারপতি আর্জি মেনে নিয়ে জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর হবে শুনানি। রাজ্যের তরফে একটি মেইল করার নির্দেশ দেওয়া হয়েছে, যা সব পক্ষকে পাঠানো হবে।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র, বিচারপতি জে বি পর্দিওয়ালার বেঞ্চে চলছে শুনানি। রাজ্যের তরফে সওয়াল করছেন আইনজীবী কপিল সিব্বল, সিবিআই-এর তরফে সওয়াল করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। শেষবারের শুনানিতে ছিলেন মোট ২৩২ জন আইনজীবী।

Next Article