RG Kar Protest: খোলা চিঠি তিলোত্তমার মায়ের, ‘আমার মেয়ে বলত…’

Tanmoy Pramanik | Edited By: সায়নী জোয়ারদার

Sep 05, 2024 | 6:58 PM

RG Kar: চিঠির একেবারে শুরুতেই লেখা, 'আমি হতভাগিনী তিলোত্তমার মা বলছি'। সেখানে মেয়ের তরফে, সকল শিক্ষক শিক্ষিকাকে প্রণাম জানিয়েছেন তিনি। লিখেছেন, ছোট থেকেই মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। অভিভাবক হিসাবে তাঁরা যেমন পাশে থেকেছেন, একইভাবে মেয়েও অনেক কষ্ট করেছে বলেও লেখেন তিলোত্তমার মা।

RG Kar Protest: খোলা চিঠি তিলোত্তমার মায়ের, আমার মেয়ে বলত...
এই সেই চিঠি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: শিক্ষক দিবসে আবেগঘন খোলা চিঠি তিলোত্তমার মায়ের। সে খোলা চিঠির প্রতিটা শব্দে মেয়েহারা মায়ের যন্ত্রণা মূর্ত হয়ে উঠেছে। মেয়ের তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন, পলকে সেই স্বপ্নের অপমৃত্যুর কথা তুলে ধরে তিলোত্তমার মৃত্যুর বিচার চাইলেন মা।

চিঠির একেবারে শুরুতেই লেখা, ‘আমি হতভাগিনী তিলোত্তমার মা বলছি’। সেখানে মেয়ের তরফে, সকল শিক্ষক শিক্ষিকাকে প্রণাম জানিয়েছেন তিনি। লিখেছেন, ছোট থেকেই মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। অভিভাবক হিসাবে তাঁরা যেমন পাশে থেকেছেন, একইভাবে মেয়েও অনেক কষ্ট করেছে বলেও লেখেন তিলোত্তমার মা।

তবে মেয়ের জীবনে শিক্ষকদের অবদান যে অনেকটা জুড়ে, সে কথা উল্লেখ করে তিলোত্তমার মা চিঠিতে লেখেন, ‘আপনাদের মত ভাল ভাল শিক্ষককে সে পাশে পেয়েছিল বলেই, তার ডাক্তার হওয়ার স্বপ্ন সফল করতে পেরেছিল।’

তিলোত্তমার স্বপ্ন ছিল ভাল ডাক্তার হয়ে মানুষের সেবা করবেন। চিঠিতে তাঁর মা লেখেন, ‘আমার মেয়ে বলত, মা আমার টাকা পয়সা চাই না। শুধু চাই নামের পাশে অনেকগুলো ডিগ্রি। অনেক অনেক রোগীর যেন সেবা করতে পারি।’

৯ অগস্ট ঘটনার দিন কী কী হয়েছিল, সে কথারও উল্লেখ করেছেন তিলোত্তমার মা। সাংঘাতিক দাবি মায়ের, ‘বৃহস্পতিবার ঘর থেকে বেরিয়ে হাসপাতালে অনেক রোগীকে পরিষেবা দেয় এবং অন ডিউটিরত অবস্থায় কিছু দুর্বৃত্তের হাতে বলি হয়। চরম নিষ্ঠুরভাবে তাঁর স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করা হয়।’ মেয়ের এমডি গোল্ড মেডেলিস্ট হওয়ার স্বপ্ন যে অধরাই থেকে গেল, তাও লেখেন মা।

খোলা চিঠির একেবারে শেষে তিলোত্তমার মায়ের বার্তা, ‘চিকিৎসক সমাজ, সাধারণ মানুষ যে আন্দোলন শুরু করেছে তাদের পাশে থাকার বার্তা দিয়ে এবং শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রণাম জানিয়ে মেয়ের সুবিচারের আশায়… তিলোত্তমার মা।’

Next Article