RG Kar: ‘মা কি কখনও বলতে পারে…’, সকাল থেকে নিজের মনে কথা বলছেন অভিযুক্ত সিভিকের মা

Deeksha Bhuiyan | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 18, 2025 | 4:33 PM

RG Kar: শিয়ালদহ কোর্ট শনিবার আরজি কর মামলার রায় দেবে। তিলোত্তমা যাতে বিচার পায়, সেই আশায় রায় ঘোষণার দিকে নজর রেখেছে সব মহল।

RG Kar: মা কি কখনও বলতে পারে..., সকাল থেকে নিজের মনে কথা বলছেন অভিযুক্ত সিভিকের মা

Follow Us

কলকাতা: আরজি কর মামলায় অন্য়তম অভিযুক্ত হিসেবে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইয়ের নামই উঠে এসেছে প্রথম থেকেই। ঘটনার দিন কোথায় ছিলেন ওই অভিযুক্ত, কীভাবে ঢুকেছিলেন সেমিনার রুমে, সব তথ্য সামনে এসেছে। গত ৫ মাস ধরে প্রেসিডেন্সি জেলে রয়েছেন সেই অভিযুক্ত সিভিক। আজ শনিবার তাঁকে দোষী সাব্যস্ত করেছে আদালত। সাজা ঘোষণা হবে আগামী সোমবার। বাড়িতে সঞ্জয়ের মা একাই কথা বলছেন সকাল থেকে।

বাবা নেই, দিদিদের বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে একাই থাকেন সঞ্জয়ের মা। বয়স বেড়েছে, শরীর ভাল নেই। ছেলের খবর শুনেছেন। তবে ছেলের সঙ্গে দেখা করতে যাননি কোনও দিন। অসুস্থ ছিলেন আগে থেকেই। জানা যাচ্ছে, গত কয়েক মাসে অসুস্থতা বেড়েছে আরও। ক্রমশ মানসিক স্থিতি হারাতে শুরু করেছেন তিনি।

শনিবার TV9 বাংলার প্রতিনিধি তাঁর বাড়িতে পৌঁছলেও সঞ্জয়ের মা ভালভাবে কথা বলতে পারেননি। তাঁর কথায় যেন অসঙ্গতি। ‘এবার তো আপনার ছেলের সাজা ঘোষণা হবে।’ এ কথা শুনেই সঞ্জয়ের মা বলে ওঠেন, “মা কি কখনও খুশি হতে পারে?” যখন তাঁর মাকে জিজ্ঞেস করা হয়, “আপনি কি মনে করেন, আপনার ছেলে দোষী?” এই প্রশ্ন শুনেই বৃদ্ধা বলেন, “মা কি কখনও বলতে পারে…।” তাঁর আর কোনও কথার সঙ্গতি পাওয়া যায়নি। আত্মীয়রা জানিয়েছেন, সকাল থেকেই নিজের সঙ্গে কথা বলছেন সঞ্জয়ের মা।

Next Article