RG Kar: ‘বহুত কুছ এভিডেন্স হ্যায়’, RG Kar থেকে বেরিয়ে জানিয়ে দিলেন CBI কর্তা

RG Kar: রবিবার সকালে থেকে টানা সাড়ে ৯ ঘণ্টা এমএসভিপি-র ঘরে ছিলেন তদন্তকারী অফিসাররা। বেরিয়ে তাঁরা হিন্দিতে জানালেন, "বহুত কুছ এভিডেন্স হ্যায়।" অর্থাৎ বাংলায় তর্জমা করলে "অনেক কিছুই আছে।" বস্তুত, এমএসভিপির ঘর থেকে উপাধক্ষ্যের কম্পিউটার বাজেয়াপ্ত হয়েছে।

RG Kar: 'বহুত কুছ এভিডেন্স হ্যায়', RG Kar থেকে বেরিয়ে জানিয়ে দিলেন CBI কর্তা
আরজি করে সিবিআই আধিকারিক Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2024 | 7:27 PM

কলকাতা: আরজি কর হাসপাতালে পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা। তদন্তের স্বার্থে হাসপাতালে তল্লাশি চালাচ্ছেন। রবিবার এমএসভিপি-র ঘর থেকে বেরনোর পরই চাঞ্চল্যকর তথ্য জানালেন এক সিবিআই আধিকারিক। কী বললেন?

রবিবার সকালে থেকে টানা সাড়ে ৯ ঘণ্টা এমএসভিপি-র ঘরে ছিলেন তদন্তকারী অফিসাররা। বেরিয়ে তাঁরা হিন্দিতে জানালেন, “বহুত কুছ এভিডেন্স হ্যায়।” অর্থাৎ বাংলায় তর্জমা করলে “অনেক কিছুই আছে।” বস্তুত, এমএসভিপির ঘর থেকে উপাধক্ষ্যের কম্পিউটার বাজেয়াপ্ত হয়েছে। সন্দীপ ঘোষ যে কম্পিউটার ব্যবহার করতেন সেটি বাজেয়াপ্ত হয়েছে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকেও মিলেছে অনেক নথি বলে সিবিআই সূত্রে খবর তার পাশাপাশি জিজ্ঞাসাবাদ তো চলছেই। এখানেই শেষ নয়, ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান প্রদীপ চক্রবর্তীকেও তলব করা হয়েছিল। ফলে এই সকল নথিই যে তদন্তে অগ্রগতি আনতে সাহায্য করবে তা হয়ত হাবেভাবে বুঝিয়ে দিলেন আধিকারিকরা।

এ দিকে, আজ আবার সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিয়েছিলেন গোয়েন্দা আধিকারিকরা। সন্দীপের বেলেঘাটার বাড়ির পাশাপাশি, হানা চলল কিন্তু কেষ্টপুরেও। সিবিআইয়ের আতসকাচের তলায় ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোম। আখতার আলির দায়ের করা অভিযোগের ভিত্তিতে এবার দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। তাঁরই তদন্তে সন্দীপ ঘোষের পাশাপাশি দেবাশিস সোমের বাড়িতেও হানা দেয় সিবিআই।