RG Kar Death Case: ডাক্তারি পড়ুয়া সেই রাতে নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো দেখেন, এরপরই… কী ঘটেছিল সেই রাতে?

Aritra Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Aug 10, 2024 | 3:10 PM

RG Kar Death Case: সূত্রের খবর, তদন্তে যা তথ্য উঠে আসছে তাতে ঘটনাটি ঘটে রাত ৩টের পর। রাত ৩টে থেকে ৫টার মধ্যে সিসিটিভি দেখা হয়েছে। তিন-চারজন লোককে দেখা গিয়েছে। সূত্রের খবর, সকলেরই কোনও না কোনও কারণ ছিল সেখানে যাওয়ার। সূত্রের খবর, ধৃতকেও দেখা যায়। তবে ওই সময় তাঁর সেখানে যাওয়ার কোনও কারণ ছিল না।

RG Kar Death Case: ডাক্তারি পড়ুয়া সেই রাতে নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো দেখেন, এরপরই... কী ঘটেছিল সেই রাতে?
প্রতিবাদে মুখর।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আরজি করে এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রাথমিক তদন্তেই যে সমস্ত তথ্য উঠে এসেছে, তার পরতে পরতে অমানবিক নৃশংসতার ছাপ। খাস কলকাতায় আরজি কর মেডিক্যালের মতো হাসপাতালে এমন ঘটনায় নিরাপত্তা নিয়েও বিস্তর অভিযোগ উঠছে। সূত্র মারফত উঠে আসছে যেসব তথ্য, সাংঘাতিক!

সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে এই নির্যাতনের ঘটনা ঘটে। এই ঘটনার আগে কী করছিলেন ওই ছাত্রী? সূত্রের খবর, প্যারিস অলিম্পিকে সেই রাতে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্ট ছিল। নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো দেখছিলেন।

সেদিন রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে খাবার খেয়েছিলেন ওই ছাত্রী। অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটোয় খাবার অর্ডার করেন। দু’ তিনজনের সঙ্গে নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো দেখেন বসে।

সেমিনার রুমে এসি থাকার কারণে সেখানেই রেস্ট নিচ্ছিলেন ওই ছাত্রী। রাত ৩টের সময় দেখা গিয়েছে, ওই সেমিনার রুমে লাল ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমাচ্ছিলেন। তখনও স্বাভাবিক ছিলেন ওই ছাত্রী।

সূত্রের খবর, তদন্তে যা তথ্য উঠে আসছে তাতে ঘটনাটি ঘটে রাত ৩টের পর। রাত ৩টে থেকে ৫টার মধ্যে সিসিটিভি দেখা হয়েছে। তিন-চারজন লোককে দেখা গিয়েছে। সূত্রের খবর, সকলেরই কোনও না কোনও কারণ ছিল সেখানে যাওয়ার। সূত্রের খবর, ধৃতকেও দেখা যায়। তবে ওই সময় তাঁর সেখানে যাওয়ার কোনও কারণ ছিল না।

সূত্রের দাবি, ঘটনাস্থলে একটি ব্লুটুথ হেডফোন পাওয়া যায়। পরিবারের লোক জানায় ওই হেডফোন মেয়েটির নয়। তখনই সন্দেহ হয় পুলিশের। তারপর সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক প্রমাণ দেখে নিশ্চিত হয় পুলিশ।

Next Article