RG Kar case: কীভাবে গ্রেফতার হলেন আরজি কর কাণ্ডের অভিযুক্ত?

Aritra Ghosh | Edited By: জয়দীপ দাস

Aug 10, 2024 | 4:04 PM

RG Kar case: খোঁজ চলে হাসপাতালে। হাসপাতালের কর্মীরাই পুলিশকে জানিয়ে দেন ওই ব্যক্তির নাম। রাতেই ওই ব্যক্তিকে আটক করা হয় হাসপাতাল থেকেই। পুলিশের ম্যারাথন জেরায় সে জানায় রোগীদের ভর্তি, দেখাশুনার কাজ করতেন হাসপাতালে।

RG Kar case: কীভাবে গ্রেফতার হলেন আরজি কর কাণ্ডের অভিযুক্ত?
কলকাতায় দিকে দিকে চলছে প্রতিবাদ
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: সময় যত গড়িয়েছে আরজি করে মহিলা চিকিৎসকের মৃত্যুতে ততই ঘনীভূত হয়েছে রহস্য। স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে কলকাতা পুলিশ। একদিন আগে খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করে। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের ধারা যুক্ত করা হয়। রাতেই এক নিরাপত্তারক্ষীকে আটক করে পুলিশ। সকালে গ্রেফতার। সূত্রের খবর, সরাসরি হাসপাতালের কর্মী না হয়েও বরাবারই সেখানে অবাধ যাতায়াত ছিল অভিযুক্তের। সূত্রের খবর, ঘটনার দিন রাত রাত আড়াইটে থেকে তিনটের মধ্যে সিসি ক্যামেরায় ওই ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। তাতেই সন্দেহ বাড়ে তদন্তকারীদের মনে। 

খোঁজ চলে হাসপাতালে। হাসপাতালের কর্মীরাই পুলিশকে জানিয়ে দেন ওই ব্যক্তির নাম। রাতেই ওই ব্যক্তিকে আটক করা হয় হাসপাতাল থেকেই। পুলিশের ম্যারাথন জেরায় সে জানায় রোগীদের ভর্তি, দেখাশুনার কাজ করতেন হাসপাতালে। জেরা চলাকালীন একাধিক রোগীর নামও জানায়। জানায় সে ওই সময় চেস্ট মেডিসিন বিভাগে রোগীদের দেখতে গিয়েছিল সে। 

এ তথ্য পেতেই সোজা রোগীদের কাছে পৌঁছে যায় পুলিশের টিম। চলে জিজ্ঞাসাবাদ। ওই ব্যক্তির পরিচয় জানা আছে কিনা, চেনেন কিনা তা রোগীদের কাছে জানতে চায় পুলিশ। কিন্তু পুলিশ সূত্রে খবর, রোগীরা জানিয়ে দেন এরকম কাউকে তাঁরা চেনেন না। ওই নামের কেউ তাঁদের কাছে আসেনি। তাতেই আরও সন্দেহ বেড়ে যায় পুলিশের। অভিযুক্তকে চেপে ধরতেই তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। বয়ানেও প্রচুর অসঙ্গতি পায় পুলিশ। তারপরেই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং বয়ানের উপর ভিত্তি করেই তাকে গ্রেফতার করে পুলিশ। 

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article