কলকাতা: আরজিকরের পিজিটি ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ। সেই ঘটনা নিয়ে উদ্বেগের সুর রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায়। ফিরহাদ হাকিম বলেন, “আমার মেয়েও ডাক্তার। শুধু আমার মেয়ের জন্য নয়। প্রতিটি মেয়ে ডাক্তারেরই আমি বাবা। এই ঘটনায় আমি খুব উদ্বিগ্ন। আমার মেয়েকেও নাইট ডিউটি করতে হাসপাতালে যেতে হয়। শুধু আমার মেয়ে নিয়ে নয়, সব মেয়েদের নিয়েই আমি চিন্তিত। যা ঘটেছে তা অসহনীয়। আমিও খুব চিন্তায় রয়েছি। আমি বিশ্বাস করি মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেবে। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে অপরাধীদের।”
আরজিকরে হাসপাতালের ভিতর থেকে উদ্ধার হয় এক ডাক্তারি পড়ুয়ার দেহ। এই ঘটনায় ধর্ষণ ও খুনের মামলা রুজু হয়েছে। চলছে তদন্ত। ফিরহাদ বলেন, “কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। নৃশংস ঘটনা। এই চিকিৎসকরা আমাদের প্রাণ বাঁচান। তাঁকে এভাবে নৃশংসভাবে খুন হতে হল। কড়া আইনের মাধ্যমে অভিযুক্তদের কড়া শাস্তি দিতে হবে। পুলিশ ঘটনার তদন্ত করছে। কোনও অভিযুক্ত ছাড় পাবে না। তবে কিছুতেই মন থেকে এটা মানতে পারছি না।”
তদন্ত চলছে। কিন্তু নিরীহ রোগীদের যেন কোনওভাবেই ভুগতে না হয়, সেদিকেও নজর রাখতে হবে। যে কোনও অপরাধকেই শক্ত হাতে দমন করা হবে, বলেন ফিরহাদ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, “পরিবার চাইলে তারা অন্য কোনও এজেন্সি দিয়ে তদন্ত করাতে পারে। আমাদের তরফে কোনও আপত্তি নেই। দোষী সর্বোচ্চ অপরাধী। আমরা দেখব যাতে সর্বোচ্চ শাস্তি হয়।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)