কলকাতা: পূর্বাভাসটা এসেছিল সপ্তাহের শুরুতেই। সপ্তাহের শেষে গিয়ে সেটাই সত্যি হল। সকাল থেকেই মুখভার আকাশের। মাঝামাঝেই হয়ে যাচ্ছে হালকা বৃষ্টি। হাওয়া অফিস বলছে এদিন দিনভর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও হতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস বলছে, বাংলায় নতুন করে সক্রিয়তা বাড়িয়েছে মৌসুমী অক্ষরেখা। যা বর্তমানে ফিরোজপুর রোহতক ওরাই চুর্ক জামশেদপুর দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা বর্তমানে সরে ঝাড়খণ্ডের উপর চলে গিয়েছে বলে জানা যাচ্ছে। রাজস্থান, উত্তর প্রদেশ, এবং অসমের উপর রয়েছে আরও ঘূর্ণাবর্ত। তবে সেগুলির প্রত্যক্ষ প্রভাব পড়ছে না বাংলায়।
এদিন দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। শনিবারের মতো রবিবারও মুখ ভার থাকবে আকাশের। বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবারও দেখা যাবে একই ছবি। বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। তবে বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। মঙ্গলবার আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলাতে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৬৯ থেকে ৯১ শতাংশের আশপাশে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)