কলকাতা: আরজি কর-কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে এক অভিযুক্ত। তৈরি হয়েছে স্পেশ্যাল ইনভেস্টিগেশন দল। তদন্ত যত এগিয়েছে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি পেশায় সিভিক ভলান্টিয়র। প্রাথমিকভাবে তিনি কলকাতা পুলিশের একটি ব্যাটালিয়নে পোস্টিং ছিলেন।
মৃতের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, রাত তিনটে থেকে ছ’টার মধ্যে মৃত্যু হয়েছে ওই চিকিৎসক পড়ুয়ার। এই খবর জানার পরই হাসপাতালের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তখনই অভিযুক্তের সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে আধিকারিকদের। জোরাল হয় সন্দেহ। পরে জেরা চলাকালীন তার বয়ানে অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয় তাকে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে ওই ব্যক্তি কলকাতা পুলিশের ব্যাটেলিয়নে পোস্টিং থাকলেও সে কাজ করত পুলিশের একটি কমিটির হয়ে। সেই কারণে যে কোনও হাসপাতালের ভিতরে ছিল তার অবাধ যাতায়াত।
প্রসঙ্গত, অভিযুক্তকে গ্রেফতারির পর চলে ম্যারাথন জেরা। অভিযুক্ত পুলিশকে জানায় সে যে সকল রোগীরা ভর্তি রয়েছেন, তাদের দেখাশোনার কাজে গিয়েছিল সে। জেরা চলাকালীন একাধিক রোগীর নামও জানায়। জানায় সে ওই সময় চেস্ট মেডিসিন বিভাগে রোগীদের দেখতে গিয়েছিল সে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ পৌঁছয় রোগীদের কাছেও। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে রোগীরা তাকে চেনে না। এরপর অভিযুক্তের বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় গ্রেফতার হয় সে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)