RG Kar: ‘দ্রুত পোস্টমর্টেম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে’, তিলোত্তমার কাকা পরিচয় দিয়ে হুমকি দিয়েছিল ডাক্তারকে

সিজার মণ্ডল | Edited By: সায়নী জোয়ারদার

Sep 22, 2024 | 11:38 PM

RG Kar: আরজি করের ফরেন্সিক মেডিসিনের প্রধান অপূর্ব বিশ্বাস। তিলোত্তমার ময়নাতদন্তে যে তিনজন চিকিৎসক ছিলেন, তাঁদের মধ্যে একজন। বেশ কয়েকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এদিন সাংবাদিকদের সামনে তিনি বলেন, 

RG Kar: দ্রুত পোস্টমর্টেম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে, তিলোত্তমার কাকা পরিচয় দিয়ে হুমকি দিয়েছিল ডাক্তারকে
ফরেন্সিক বিশেষজ্ঞ অপূর্ব বিশ্বাস সিজিও থেকে বেরিয়ে আসছেন।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আরজি করকাণ্ডে চাঞ্চল্যকর দাবি তিলোত্তমার ময়নাতদন্তকারী চিকিৎসকের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে রবিবার সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞ অপূর্ব বিশ্বাস। তাঁর দাবি, সেদিন তিলোত্তমার কাকা পরিচয় দিয়ে একজন তাঁকে দ্রুত ময়নাতদন্ত করার কথা বলেছিলেন। না হলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা বলেছিলেন।

তিলোত্তমার পোস্ট মর্টেমে গঠিত বোর্ডের সদস্য অপূর্ব বিশ্বাস এবং তিনজনকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে। সেখান থেকে বেরিয়ে অপূর্ব বিশ্বাস অভিযোগ করেন, “মেয়ের কাকা পরিচয় দিয়ে একজন বলেছিলেন, ওই দিন পোস্ট মর্টেম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোকই বলেছিল তাড়াতাড়ি করতে। পেপার আসতে দেরি হওয়ার কারণে একটু দেরি হয়। ওনার আত্মীয় একজন আমাকে এক্স কাউন্সিলরও পরিচয় দিয়েছিলেন। রক্তের সম্পর্ক না হলেও বাইরের কেউ। পোস্ট মর্টেম ওদিনই করতে হবে বলেছিলেন।

আরজি করের ফরেন্সিক মেডিসিনের প্রধান অপূর্ব বিশ্বাস। তিলোত্তমার ময়নাতদন্তে যে তিনজন চিকিৎসক ছিলেন, তাঁদের মধ্যে একজন। বেশ কয়েকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এদিন সাংবাদিকদের সামনে তিনি বলেন,

Next Article