Bangla NewsKolkata RG Kar Kolkata doctor murder Autopsy reveals various point raise various question
RG Kar: জোমাটোয় খাবার অর্ডার থেকে সেমিনার রুম থেকে দেহ উদ্ধার, কী ঘটেছিল সেদিন রাতে
RG Kar Hospital: ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে শ্বাসরোধ করে তরুণীকে খুন করা হয়েছে বলে ইঙ্গিত। নীল রঙের ম্যাটট্রেসের উপরে পড়েছিল দেহ। অর্ধনগ্ন অবস্থায় ছিল দেহ। দেহের উপরের অংশে গোলাপি রঙের কুর্তি ছিল। দেহের পাশ থেকে ভাঙা ক্লিপ এবং চশমার ডাটি উদ্ধার হয়েছে। ম্যাট্রেসে মৃতার প্রচুর চুল পাওয়া গিয়েছে যা ধস্তাধস্তির পরিচয় বলে মনে করা হচ্ছে। নীল রঙের ম্যাট্রেসের উপরেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তের দাগ।
প্রতিবাদে উত্তাল আরজিকর।
Follow Us
কলকাতা: একটা স্বপ্নের অপমৃত্যু। মানুষের সেবা করতে গিয়ে প্রাণের বলি। ক্ষোভে ফুঁসছে বাংলার জুনিয়র ডাক্তার থেকে ইন্টার্ন, চিকিৎসকরা। হাসপাতালের মধ্যেই ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। কীভাবে ঘটল এই নারকীয় ঘটনা? বৃহস্পতিবার রাতে কী হয়েছিল সেমিনার রুমে?
পুলিশ সূত্রে খবর—
বৃহস্পতিবার রাতে ডিউটিতে ছিলেন ওই ডাক্তার। জোম্য়াটোয় খাবার অর্ডার করেন।
রাত সাড়ে ১২টা: ফুড ডেলিভারি সংস্থা খাবার দিয়ে যায়।
সেমিনার হলে ৫ জন একসঙ্গে খাওয়াদাওয়া করেন।
খাওয়ার পর বাকিরা চলে যান।
ওই তরুণী নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো দেখেন।
সেমিনার রুমে এসি থাকায় সেখানেই ঘুমিয়ে পড়েন।
লাল কম্বল জড়িয়ে ঘুমোন।
পুলিশের অনুমান রাত ৩টের পর ধর্ষণের ঘটনা ঘটে।
সিসিটিভিতে দেখা গিয়েছে, ৩টে থেকে ৫টার মধ্যে তিন চার জন লোক ঢুকেছে। দেখা গেছে, তারা কোনও কারণে ঢুকেছে। তবে শুধুমাত্র সঞ্জয়ের কোনও কারণ ছাড়াই বিল্ডিংয়ে প্রবেশ।
আরজি কর থেকে ৯ অগস্ট সকালে বেরিয়ে যান সঞ্জয়। বেরিয়ে মদ্যপান করেন।
ডাক্তার তরুণীর একজন সহপাঠী প্রথম খোঁজ শুরু করেন। তিনিই দেখেন সেমিনার রুমে পড়ে আছেন। ভয়ঙ্কর সে দৃশ্য।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, ঘটনাটি ঘটেছে রাত ৩টে থেকে ভোর ৬টার মধ্যে।
সিট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। ভারপ্রাপ্ত জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মার নেতৃত্বে সিট গঠন করা হয়েছে।