Nabanna Abhijaan: সোশ্যাল মিডিয়ায় নবান্ন অভিযানের ডাক, অনুমতি কি দিল সুপ্রিম কোর্ট?
RG Kar: আইন অনুযায়ী পদক্ষেপ করার ক্ষেত্রে রাজ্য সরকারকে কোনও রকম নিষেধাজ্ঞা (injunction) দেয়নি কোর্ট। কিন্তু তারা স্পষ্ট জানায়, শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ কোনওভাবেই আটকানো যাবে না। আরজি করের ঘটনা নিয়ে যারা শান্তিপূর্ণ প্রতিবাদ করবে, তাদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করতে পারবে না।

কলকাতা: নবান্ন অভিযানের বিরুদ্ধে হাইকোর্টে রাজ্য। আগামী ২৭ অগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই কর্মসূচি নিয়ে কোনও পুলিশি অনুমোদন নেই, এই দাবিকে সামনে রেখে আদালতে রাজ্য। অন্যদিকে সুপ্রিম কোর্টেও এ নিয়ে এ প্রসঙ্গ ওঠে। নবান্ন অভিযান নিয়ে এসওপি দাবি করেন কপিল সিব্বল। প্রধান বিচারপতির বক্তব্য, ‘এ বিষয়ে আমরা কেন বলব? আইন তার নিজের মত চলবে। কিন্তু মানুষকে নির্বিচারে গ্রেফতার করা বন্ধ করুন।’
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
আইন অনুযায়ী পদক্ষেপ করার ক্ষেত্রে রাজ্য সরকারকে কোনও রকম নিষেধাজ্ঞা (injunction) দেয়নি কোর্ট। কিন্তু তারা স্পষ্ট জানায়, শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ কোনওভাবেই আটকানো যাবে না। আরজি করের ঘটনা নিয়ে যারা শান্তিপূর্ণ প্রতিবাদ করবে, তাদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করতে পারবে না।
অন্যদিকে এদিন হাইকোর্টে রাজ্যের তরফে বলা হয়, আগামী ২৭ তারিখ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। পুলিশের কাছে এই বিষয়ে কোনও অনুমতি নেওয়া হয়নি। এই অবস্থায় আদালতের থেকে নির্দেশ প্রয়োজন। তাই হাইকোর্টে এসেছে রাজ্য। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার এই মামলার শুনানি হবে।
