ব্যারাকপুর: সোমবার রায় ঘোষণা হলে বিচারের একটি ধাপ পেরনো হবে, এমনটাই মনে করছেন তিলোত্তমার বাবা-মা। গত শনিবার আরজি কর খুন ও ধর্ষণ মামলায় শুধুমাত্র সঞ্জয় রাইকেই দোষী সাব্যস্ত করা হয়েছে। আজ, সোমবার তাঁরই সাজা ঘোষণা করলেন শিয়ালদহ অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস। তার আগে সঞ্জয়কে বলার সুযোগও দেওয়া হবে। তবে তিলোত্তমার বাবা-মা এখনও একই দাবিতে অনড়। তাঁরা বলছেন, সঞ্জয় একা দোষী নয়।
সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে ইতিমধ্যে শিয়ালদহ কোর্টে পৌঁছে গিয়েছেন তিলোত্তমার বাবা-মা। দুপুর সাড়ে ১২ টায় রায় ঘোষণা করবে আদালত। তার আগে তিলোত্তমার বাবা বললেন, ‘আরও অনেকে যুক্ত আছে। সবাই শাস্তি পাবে। তার জন্য যতদূর লড়তে হয় লড়ব।’ দোষীর মৃত্যুদণ্ডই চাইছেন বাবা ও মা। তিলোত্তমার মা বলেন, “পাঁচ দিনে পুলিশ যা তদন্ত করেছিল, পাঁচ মাসে সিবিআই ও সেই একই তদন্ত করেছে।”
সোমবার বিচারক যা রায় দেবেন, তা আগামিদিনের আইনি লড়াইয়ের প্রথম ধাপ বলে মনে করছে তিলোত্তমার পরিবার। তাঁরা বলেন, “সঞ্জয় ছাড়া বাকি দোষীদের বাঁচানোর চেস্টা করছেন স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী।” এরপরও দাঁতে দাঁত চেপে তাঁরা আইনি লড়াই চালিয়ে যাবেন। সঞ্জয়ের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তিলোত্তমার বাবা-মা।
তিলোত্তমার মা বলেন, “আরও যারা আছে, তাদেরকে প্রভাবশালীরা আড়াল করতে চাইছে। অভিযুক্ত সন্দীপ ঘোষকে এখনও তাঁর পদে বহাল রেখে দিয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যসচিবের হাত আছে সন্দীপ ঘোষের মাথায়। তাই ছাড় পেয়ে যাচ্ছেন উনি।”