Rishra Case: রিষড়ায় অশান্তি নিয়ে শুভেন্দুর মামলা, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 04, 2023 | 11:38 AM

Rishra Case: গোটা বিষয়টি খতিয়ে দেখে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অতিরিক্ত হলফনামা জমা দিয়ে রিষড়ার অশান্তির কারণ বিবরণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Rishra Case:  রিষড়ায় অশান্তি নিয়ে শুভেন্দুর মামলা, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট।

Follow Us

কলকাতা: সোমবার রাতে নতুন করে রিষড়ায় অশান্তি। এবার হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শুভেন্দু। গোটা বিষয়টি খতিয়ে দেখে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অতিরিক্ত হলফনামা জমা দিয়ে রিষড়ার অশান্তির কারণ বিবরণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে রিষড়া উত্তপ্ত থাকলেও, সোমবার রাতে নতুন করে ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। তাতে প্রশ্নের মুখে পড়ে রাজ্যের আইন শৃঙ্খলা। সোমবার রিষড়ায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁকে ওই এলাকা পরিদর্শনে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। শুভেন্দু অধিকারী রিষড়ায় দাঁড়িয়ে বলেছিলেন, “আমরা রিপোর্ট পেয়েছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও উত্তরপাড়ার চেয়ারম্যান গিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। আইনটা ওঁদের জন্য একরকম, বাকিদের জন্য অন্য রকম। কল্যাণবাবুরা তাঁদের নেত্রীর লাইনেই কথা বলেন। ১৪৪ ধারা যদি জারি থাকে, তাহলে সবার ক্ষেত্রেই আইনটা একইরকম হবে।”

সোমবারই এই ইস্যু নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু তারপর সোমবার রাতেই আরও বেশি উত্তেজনা ছড়ায় রিষড়া এলাকায়। মঙ্গলবার সকালে এই ইস্যুটি উল্লেখ করে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

এর আগে শিবপুর -ডালখোলার অশান্তির কথা উল্লেখ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। সোমবারই সেই মামলার শুনানি ছিল। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানম শিবপুর-ডালখোলায় অশান্তির ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেন। বিচারপতি জানতে চেয়েছেন, ই ধরনের মিছিলের অনুমতি দেওয়া হয়েছে কেন? গত বছর এই ধরনের মিছিলের ক্ষেত্রে কোনও সমস্যা হয়েছিল কিনা? আদালতের নির্দেশে, যে সব এলাকায় অশান্তি হয়েছে, সেখানকার সব সিসিটিভি-ভিডিয়ো ফুটেজ আগামী ৫ তারিখের মধ্যে জমা করতে হবে রাজ্যকে। শিবপুরের রেশ কাটার আগেই রিষড়ায় নতুন করে উত্তেজনা ছড়ায় এই বিষয়েরও কারণ জানতে চাইল হাইকোর্ট।

Next Article