AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rizwanur Rahman: রিজওয়ানুুরের মায়ের মৃত্যু, ‘কত পুরনো স্মৃতি’! শোকপ্রকাশ মমতার

Rizwanur Rahman's mother: একাধিকবার রিজওয়ানুরের বাড়িতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিজওয়ানুরের দাদা রুকবানুর পরবর্তীতে তৃণমূলে যোগ দেন। বর্তমানে তিনি নদিয়ার চাপড়ার বিধায়ক।

Rizwanur Rahman: রিজওয়ানুুরের মায়ের মৃত্যু, 'কত পুরনো স্মৃতি'! শোকপ্রকাশ মমতার
| Edited By: | Updated on: Sep 04, 2025 | 8:55 AM
Share

কলকাতা: প্রয়াত রিজওয়ানুর রহমানের মা কিসওয়ার জাহান। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার সন্ধ‍্যা ৭ টা ৪৫ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। খবর পেয়ে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর নিবেদিতা শ্রমা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রিজওয়ানুর ও রুকবানুরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উল্লেখ করেন ব্যক্তিগত সম্পর্কের কথাও।

২০০৭ সালের ২১ সেপ্টেম্বর রেললাইনে ধারে মেলে রিজওয়ানুর রহমানের দেহ। মেলে সুইসাইড নোটও। সিবিআই চার্জশিটে প্ররোচনার অভিযোগ ওঠে প্রিয়াঙ্কা তোডির বাবা অশোক তোডি, কাকা প্রদীপ তোডি সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। তৎকালীন কলকাতা পুলিশের কর্তা জ্ঞানবন্ত সিংহ এবং অজয় কুমারকেও ছেলের মৃত্যুর জন‍্য দায়ী করে বিচার চেয়েছিলেন কিসওয়ার জাহান। বাম জমানার সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে।

তারপর থেকে একাধিকবার রিজওয়ানুরের বাড়িতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিজওয়ানুরের দাদা রুকবানুর পরবর্তীতে তৃণমূলে যোগ দেন। বর্তমানে তিনি নদিয়ার চাপড়ার বিধায়ক। তাঁর কাছেই থাকতেন কিসওয়ার।

এদিন স্মৃতিচারণ করে এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, “ওঁর সঙ্গে আমার গভীর ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমায় উনি আপনজন হিসেবে খুব ভালবাসতেন। আমি প্রতি ঈদ-এ ওঁর সঙ্গে দেখা করতে যেতাম। কত পুরনো স্মৃতি আজ মনে আসছে। আমার হৃদয়ে উনি চিরদিন থাকবেন।”