Road Accident: বেঙ্গল কেমিক্যালের সামনে ভয়াবহ দুর্ঘটনা, উল্টে গেল গাড়ি, নিচে শিশু…

Ranjit Dhar | Edited By: সায়নী জোয়ারদার

Apr 19, 2024 | 6:43 PM

Road Accident: অভিযোগ, উল্টে যাওয়া সেই গাড়ির নিচে চাপা পড়ে যায় এক শিশু। আরেক শিশু ও এক ব্যক্তি ছিটকে পড়ে যায় রাস্তার ধারে। স্থানীয়রা গাড়ি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়।

Road Accident: বেঙ্গল কেমিক্যালের সামনে ভয়াবহ দুর্ঘটনা, উল্টে গেল গাড়ি, নিচে শিশু...
ঘাতক গাড়িতে চলে ভাঙচুর।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: শহরের রাস্তায় ফের বেপরোয়া গতির তাণ্ডব। বেঙ্গল কেমিক্যাল গেটের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি প্রাইভেট চারচাকা গাড়ি দ্রুতগতিতে এসে রাস্তার পাশে গার্ডরেল ভেঙে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই শিশু-সহ মোট তিনজনকে ধাক্কা মেরে উল্টে যায় বলে অভিযোগ।

অভিযোগ, উল্টে যাওয়া সেই গাড়ির নিচে চাপা পড়ে যায় এক শিশু। আরেক শিশু ও এক ব্যক্তি ছিটকে পড়ে যায় রাস্তার ধারে। স্থানীয়রা গাড়ি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় মানিকতলা ও ফুলবাগান থানার পুলিশ। অভিযোগ, কাঁকুড়গাছির দিক থেকে বেঙ্গল কেমিক্যাল মোড়ের দিকে আসছিল গাড়িটি। বেপরোয়া গতি ছিল গাড়ির। এতটাই জোরে গাড়িটি ছিল যে গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাড়ে ৫ বছরের অঙ্কিত, ৯ বছরের রিয়া ঘোষ ও ৫২ বছর বয়সি তপন ঘোষ।

এরপরই উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালায়। অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন গাড়ির চালক। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গাড়ির চালককে আটক করেছে ফুলবাগান থানার পুলিশ।

Next Article