Abhishek Banerjee: লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধিতে অবদান অভিষেকের, জেনে নিন অন্দরের খবর

সৌরভ গুহ | Edited By: Soumya Saha

Apr 03, 2024 | 8:30 PM

TMC: লোকসভা ভোটের মুখে আবারও চর্চায় সেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি। রাজ্য রাজনীতির কারবারিদের অনেকেই মনে করছেন, ভোটের মুখে রাজ্যের মহিলা ভোটব্যাঙ্কের উপর যথেষ্ট প্রভাব ফেলতে পারে এই প্রকল্প। তবে জানেন কি, লক্ষ্মীর ভাণ্ডারে এই ভাতা বৃদ্ধিতে অবদান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। সে কথাই আজ শোনালেন চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা।

Abhishek Banerjee: লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধিতে অবদান অভিষেকের, জেনে নিন অন্দরের খবর
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। নতুন অর্থবর্ষ অর্থাৎ, এই মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বেড়েছে। তফসিলি জাতি, উপজাতির মহিলাদের ভাতা ১০০০ টাকা থেকে বেড়ে ১২০০ টাকা হয়েছে। বাকিদের জন্য ৫০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা হয়েছে। ঘোষণা অবশ্য আগেই হয়ে গিয়েছিল, রাজ্য বাজেটের সময়। এবার লোকসভা ভোটের মুখে আবারও চর্চায় সেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি। রাজ্য রাজনীতির কারবারিদের অনেকেই মনে করছেন, ভোটের মুখে রাজ্যের মহিলা ভোটব্যাঙ্কের উপর যথেষ্ট প্রভাব ফেলতে পারে এই প্রকল্প। তবে জানেন কি, লক্ষ্মীর ভাণ্ডারে এই ভাতা বৃদ্ধিতে অবদান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।

লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মাস্টার স্ট্রোক’ নিয়ে যখন আলোচনা হচ্ছে সব মহলে, ঠিক তখনই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ভাতা বৃদ্ধির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানালেন মহিলা তৃণমূল কংগ্রেসের দুই নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। মনে করিয়ে দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে নবজোয়ার অভিযানের কথা। সেই সময়েই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মহিলার অভিষেকের কাছে অনুরোধ করেছিলেন ভাতা বৃদ্ধির জন্য। অূভিষেকও তাঁদের আশ্বস্ত করেছিলেন বিষয়টি দেখবেন বলে। চন্দ্রিমার কথায়, ‘অভিষেক বলেছিলেন, তিনি দেখবেন, যাতে ৬-৭ মাসের মধ্যেই এর নিরসন হয়। মহিলারা তাঁর কাছে অনুরোধ করেছিলেন, যাতে তিনি মুখ্যমন্ত্রীর কাছে সেই কথা পৌঁছে দেন। ৫০০ টাকা থেকে ১০০০ টাকা, ১০০০ টাকা থেকে ১২০০ টাকা… এটা তার ফল।’

গত পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক। আজ থেকে ঠিক এক বছর আগে। ২৫ এপ্রিল। টানা দু’মাস ধরে বাড়ির বাইরে ছিলেন অভিষেক। জেলায় জেলায় ঘুরে চলেছিল তাঁর নবজোয়ার কর্মসূচি। আর কিছুদিন পরই আসছে আরও একটা ২৫ এপ্রিল, নবজোয়ার কর্মসূচির বর্ষপূর্তি। তার আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য ভাতা বাড়ানো হয়ে গিয়েছে। বুধবার দলের তরফে সাংবাদিক বৈঠকে বসে তৃণমূলের মহিলা ব্রিগেডের দুই নেত্রী জানালেন, ইতিমধ্যেই ফোনে অভিনন্দন আসতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এই উদ্যোগের জন্য বাংলার মহিলারা ফোন করছেন তাঁদের।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকারের তরফে নিজেদের উদ্যোগেই একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ইঙ্গিতও আগেই দিয়েছিলেন অভিষেক। ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা প্রদানের কর্মসূচি থেকেই সেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এরপরই রেড রোড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ঘোষণা করেন, রাজ্য সরকারের তরফে একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার সিদ্ধান্তের কথা। আর আজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও ভাতা বৃদ্ধির ক্ষেত্রে অভিষেকের ভূমিকার কথা শোনালেন দলের দুই মহিলা নেত্রী।

Next Article