কলকাতা: ট্রেনে বাজি নিয়ে যাতায়াত করেন এমন যাত্রীর সংখ্যা নেহাত কম নয়। যদিও ট্রেনে বাজি নিয়ে যাতায়াত করা আইন বিরুদ্ধ। তবু লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেন, আইন ভেঙেই এমন কাণ্ড ঘটিয়ে থাকেন কেউ কেউ। তবে এবার যদি এমন কোনও ঘটনা ঘটে থাকে, তাহলে সমূহ বিপদ কড়া নাড়তে পারে শিয়রে। কারণ, এবার কড়া নজরদারি চলবে যাত্রীদের উপর। শুধু রেল পুলিশই নয়, এবার নজর রাখবে টিটিই বা টিসি, কোচ অ্যাটেনডেন্ট, ট্রেন ম্যানেজার ও স্টেশন ম্যানেজার।
আলোর উৎসব দীপাবলি। দুর্গাপুজোর পর আবারও হুল্লোড়ের মরসুম। এই সময় রেলের যাত্রীসংখ্যাও অনেকটাই বাড়ে। আর তাদের সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ নজরদারি চালাচ্ছে পূর্ব রেল। এই নজরদারিতেই দেখা যাচ্ছে, কোনও কোনও যাত্রীর সঙ্গে থাকছে পটকা, বাজি, পেট্রোল-সহ বিভিন্ন দাহ্য পদার্থ। নিঃসন্দেহে এই ধরনের জিনিস নিয়ে ট্রেনে যাতায়াত যে কোনও সময় বড়সড় বিপদের কারণ হতে পারে। তাই রেলও বিশেষ নজরদারি চালাচ্ছে।
শিয়ালদহ ডিভিশনে চলছে বিশেষ নজরদারি। রেলের কর্মীরা সবসময় তা নজরে রাখছেন। রেলের তরফে মনে করিয়ে দেওয়া হয়েছে, রেলওয়ে অ্যাক্ট ১৯৮৯-এর ১৬৪ ধারা অনুযায়ী কোনওরকম দাহ্য পদার্থই ট্রেনে বহন করা দণ্ডনীয় অপরাধ। ১ হাজার টাকা অবধি জরিমানা তো হতেই পারে। এমনকী তিন বছর পর্যন্ত হাজতবাসও করতে হতে পারে ধরা পড়লে। পূর্ব রেলের তরফে শিয়ালদহ ডিভিশনের পাশাপাশি নজরদারি চালানো হচ্ছে হাওড়া, আসানসোল, মালদহ ডিভিশনে।