Mohan Bhagwat: টার্গেট ‘২৪, স্ট্র্যাটেজি নির্ধারণেই কি বাংলায় নাড্ডা-ভাগবতের যৌথ আগমন?

Anjan Roy | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 11, 2023 | 1:47 PM

Mohan Bhagwat: তবে রাজনৈতিক বিশ্লেষকরা আবার দুই শীর্ষ নেতার একসঙ্গে বাংলায় আগমনের ক্ষেত্রে বিশেষ যোগসূত্র দেখছেন। তাঁদের বক্তব্য, চব্বিশের নির্বাচনের আগে বাংলায় গেরুয়া শিবিরের সাংগঠনিক ভিতটাই খতিয়ে দেখতে চাইছেন নেতৃত্ব।

Mohan Bhagwat: টার্গেট ২৪, স্ট্র্যাটেজি নির্ধারণেই কি বাংলায় নাড্ডা-ভাগবতের যৌথ আগমন?
মোহন ভাগবত, জেপি নাড্ডা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আজ, শুক্রবার কলকাতায় আরএসএস প্রধান মোহন ভগবৎ। বিজেপি সভাপতি জেপি নড্ডার রাজ্য সফরের মধ্যেই কলকাতায় এলেন তিনি। সূত্রের খবর, দলীয় কার্যালয়ে বৈঠক করবেন তাঁরা। পাশাপাশি সংগঠন নিয়েও আলোচনা করবেন।
জানা যাচ্ছে, শুক্র ও শনিবার কলকাতার আরএসএস পূর্বাঞ্চলীয় ক্ষেত্রের কার্যকারিনীর বৈঠক করবেন তিনি। সামনেই চব্বিশের লোকসভা নির্বাচন। তার আগে বাংলা কতটা প্রস্তুত, তা ঝালিয়ে নিতে চাইছেন শীর্ষ নেতৃত্ব।

বিজেপি সূত্রে খবর, শুক্র ও শনিবার দলের রাজ্য সদর দফতর কেশব ভবনে পূর্বাঞ্চলীয় ক্ষেত্রে কার্যকারিনীর বৈঠক হবে। সেই বৈঠকে যোগ দিতেই বিজেপি সভাপতি ও আরএসএস প্রধান বাংলায় এসেছেন। এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন বিহার, অসমের নেতারাও। সূত্রের খবর বিজেপি-র সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা পঞ্চায়েত রাজ সন্মেলন থেকে সংগঠন , ক্রোর কমিটি বৈঠক , বুথ কমিটি , সাংসদ , বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বাংলায় থাকবেন তিন দিন‌। সঙ্গে আরএসএস প্রধান মোহন ভগবৎ থাকবেন দু’দিন।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা আবার দুই শীর্ষ নেতার একসঙ্গে বাংলায় আগমনের ক্ষেত্রে বিশেষ যোগসূত্র দেখছেন। তাঁদের বক্তব্য, চব্বিশের নির্বাচনের আগে বাংলায় গেরুয়া শিবিরের সাংগঠনিক ভিতটাই খতিয়ে দেখতে চাইছেন নেতৃত্ব। দলের রূপরেখা অর্থাৎ বড় ম্যাচের আগে স্ট্র্যাটেজি নির্ধারণও করে দিতে পারেন তাঁরা। কার্যকারিনী বৈঠকের পাশাপাশি দুই শীর্ষ নেতা এদিকেও নজর দেবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Next Article