কলকাতা: সল্টলেক সেক্টর ফাইভে পথ দুর্ঘটনা আহত ৩। শনিবার সকালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। সল্টলেক সেক্টর ফাইভে পথ দুর্ঘটনা আহত তিন একটি প্রাইভেট গাড়ি উইপ্রো থেকে নিউ টাউনের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অপর প্রাইভেট গাড়িটি গোদরেজ ওয়াটার সাইডের দিক থেকে কলেজ মোড়ের দিকে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একটি প্রাইভেট গাড়ি গ্রিন সিগন্যালে দাঁড়িয়েছিল। সেই সময়েই সিগন্যাল পার হচ্ছিল উইপ্রোর দিক থেকে আসা নিউটাউনগামী প্রাইভেট গাড়িটি।
অভিযোগ, ওই গাড়িটি সিগন্যাল মানেনি। গাড়ির গতিবেগও স্বাভাবিকের থেকে অনেকটা বেশি ছিল। সেই সময় গোদরেজ ওয়াটার সাইডের দিক থেকে আসা গাড়িটির মাঝখানে গিয়ে সজোরে ধাক্কা মারে গাড়িটি।
গাড়ির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। যে গাড়িটিকে ধাক্কা মারা হয়েছিল, তাতে পিছনের সিটে বসেছিলেন একজন বয়স্ক মহিলা। তাঁর মাথা ফেটে যায়। ঘটনায় দু’জন পথচলতি তথ্যপ্রযুক্তি কর্মীও আহত হন। আহতদের প্রত্যেককে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় নব দিগন্ত ট্রাফিক গার্ডের পুলিশ এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এখনও পর্যন্ত সল্টলেকের অফিস পাড়ায় সেভাবে ব্যস্ততা শুরু হয়নি। এখানে এখনও পুজোর রেশ কাটেনি। তার ওপর আবার সপ্তাহের শেষ দিন। ফলে ফাঁকাই ছিল রাস্তা। আর তাতেই গতির নিয়ন্ত্রণ রাখেননি চালক। তাতেই দুর্ঘটনা। কলকাতার রাস্তায় যান নিয়ন্ত্রণের জন্য কড়া পদক্ষেপ করেছে পুলিশ। তারপরও চালক বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে পুলিশ জানিয়েছে।