Salt Lake: নীল আলো, গাড়ি স্টিকার! অভিনব চুরি সল্টলেকে

Ranjit Dhar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 19, 2024 | 5:31 PM

SaltLake: ড়ি থেকে তিনটি জেনারেটর চুরি গিয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে বিধাননগর পুলিশ। অভিযোগকারীর বাড়ি ও বিধান নগরের বিভিন্ন জায়গার মোট ৩৭টি জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ।

Salt Lake: নীল আলো, গাড়ি স্টিকার! অভিনব চুরি সল্টলেকে
সল্টলেকে অভিনব চুরি
Image Credit source: TV9 Bangla

Follow Us

সল্টলেক: গাড়ির ওপর নীল আলো, আর সামনে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো। এই গাড়ি নিয়ে সল্টলেকে চুরির অভিযোগ। সিসিটিভি ক্যামেরার সাহায্যে চিহ্নিত হয় গাড়ি। গ্রেফতার দুজন। সল্টলেকের ইই- ব্লকের বাসিন্দা মহেন্দ্রনাথ সরকার ১৮ই ফেব্রুয়ারি বিধান নগর পূর্ব থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।

তাঁর অভিযোগ অনুযায়ী, বাড়ি থেকে তিনটি জেনারেটর চুরি গিয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে বিধাননগর পুলিশ। অভিযোগকারীর বাড়ি ও বিধান নগরের বিভিন্ন জায়গার মোট ৩৭টি জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। এরপরই নীল আলো লাগানো গাড়িটিকে চিহ্নিত করে পুলিশ।

রবিবার উল্টোডাঙার বাসন্তী দেবী কলোনি থেকে ওই গাড়ির চালক তপন রায়কে গ্রেফতার করে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে ওপর এক অভিযুক্ত বিমল ব্যাপারীর নাম জানতে পারে পুলিশ । এরপর দত্তপুকুর থেকে বিমল ব্যাপারীকেও গ্রেফতার করে পুলিশ। আটক করা হয়েছে নীল আলো ও পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো গাড়িটিকে। সূত্রের খবর এই গাড়িটি নবান্নে ভাড়ায় দেওয়া রয়েছে। গাড়িটির মালিকের সম্বন্ধে খোঁজ নিচ্ছে বিধান নগর পুলিশ।

Next Article