কলকাতা: বসিরহাট জেলা পুলিশের হাতে আবারও গ্রেফতার বিকাশ সিং ও উত্তম সর্দার। সন্দেশখালিকাণ্ডে বিকাশকে গ্রেফতার করা হয় শনিবার রাতে এবং সোমবারই সন্ধ্যায় জামিন পান তিনি। এদিকে তাঁর জামিনের পর পরই বসিরহাট আদালতে সৃষ্টি হয় নাটকীয় পরিবেশ। বসিরহাট আদালতের বাইরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, সেখানে জমায়েত করা বিজেপি কর্মীরা পুলিশকে ধাক্কাধাক্কি করে। গাড়ি আটকানোর চেষ্টা করা হয়। এমনকী পুলিশের গায়ে হাতও তোলা হয়। এরপরই দেখা যায় আবারও পুলিশের গাড়িতে তোলা হয় বিকাশ সিংকে। অন্যদিকে জামিনের পরই গ্রেফতার করা হয় উত্তম সর্দারকেও।
এই ঘটনাকে ঘিরে কোর্টচত্বরে উত্তেজনা ছড়ায়। রাস্তা অবরোধ করেন বিকাশ সিংয়ের আত্মীয়রা। যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পুলিশের বিশাল টিম এসে আবারও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। তবে রাস্তায় ধরনায় বসে পড়েন বিজেপি কর্মীরা।
এদিন জামিন পেয়ে কোর্টের বাইরে বেরিয়ে এসেই বিকাশ সিং বলেন, “পুলিশ কৌশল করে আমাকে গ্রেফতার করেছে। সন্দেশখালির মা বোনেদের পাশে আমরা আছি। সন্দেশখালিতে পুলিশ নিষ্ক্রিয়। শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের সাজা না হলে সেখানে শান্তিও ফিরবে না। আমিই তো এই মুহূর্তে সন্দেশখালিতে যেতে পারব না। নিরাপত্তা নেই ওখানে। আমার দলের সঙ্গে আলোচনা করে দেখি কী করা যায়।” এদিকে এর পর পরই কোর্টচত্বরের ছবিটা একেবারে বদলে যায়।