Sanjay Rai: এজলাসে বলা স্রেফ একটাই শব্দবন্ধ! কেন ফাঁসি হল না সঞ্জয়ের?

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 20, 2025 | 5:41 PM

Sanjay Rai: রায় দানের পর আইনজীবী বাইরে এসে সাংবাদিকদের সামনে বিচারকের পর্যবেক্ষণ খোলসা করেন। তিনি বলেন, "বিচারক তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। ১০৩এর ১ খুন অর্থাৎ মার্ডারের জন্য তাকে যাবজ্জীবন ও তিনটে সেকশনেই তাকে প্রভিশন জানিয়েছে।"

Sanjay Rai: এজলাসে বলা স্রেফ একটাই শব্দবন্ধ! কেন ফাঁসি হল না সঞ্জয়ের?
কেন ফাঁসি হল না সঞ্জয়ের?
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা:  বাংলা তো বটেই, গোটা দেশ-বিশ্ব যে মামলার রায়ের দিকে তাকিয়ে ছিল, সেই সঞ্জয় রাইয়ের ফাঁসি-র সাজা দিল না আদালত। তাঁকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন শিয়লাদহ আদালতের ফাস্ট জাজ অনির্বাণ দাস। তিলোত্তমার পরিবার তো বটেই, গোটা দেশ যেখানে দোষী সঞ্জয়ের ফাঁসির সাজার পক্ষে সওয়াল করেছিল, সেখানে বিচারক কেন তাকে ফাঁসির সাজা দিলেন না? তা নিজেই স্পষ্ট করেছেন বিচারক। এই ঘটনা যে ‘বিরলতম’ নয়।

রায় দানের পর আইনজীবী আনসার আলি বাইরে এসে সাংবাদিকদের সামনে বিচারকের পর্যবেক্ষণ খোলসা করেন। তিনি বলেন, “বিচারক তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। ১০৩এর ১ খুন অর্থাৎ মার্ডারের জন্য তাকে যাবজ্জীবন ও তিনটে সেকশনেই তাকে প্রভিশন জানিয়েছে।”  তিনি আরও বলেন, “আদালত এও জানিয়েছে, নির্যাতিতার পরিবার ও সিবিআই-এর তরফ থেকে সঞ্জয়ের ফাঁসির দাবি তোলা হয়েছিল। আদালত বলেছে, এই বিষয়টা বিরলের মধ্যে বিরলতম নয়। সেই কারণে আমি এখানে ফাঁসি অর্থাৎ ডেথ সেনটেস্ট বা ক্যাপিটাল সেনটেন্স দিচ্ছি না। আমি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ৬৪ নম্বর ধারায় ধর্ষণ, ৬৬ নম্বর ধারায় ধর্ষণজনিত আঘাতের কারণে মৃত্যু, ১০৩এর ১ খুনে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিলাম।”

রায় দানের দিনও প্রথম পর্যায়ে এক প্রস্থ সওয়াল জবাব হয়। সিবিআই-এর তরফ থেকে আইনজীবী সঞ্জয়ের ফাঁসির পক্ষে সওয়াল করেন। কিন্তু এদিনও সঞ্জয় নিজেদের নির্দোষ বলেই দাবি করে। সঙ্গে বিচারকের উদ্দেশে বলে, “স্যর, আপনি বিচারক। যে দোষটা আমি করিনি তার জন্য আমাকে জোর করে দোষী সাব্যস্ত করা হল।” কিন্তু সিবিআই এই ঘটনাকে ‘বিরলতম ঘটনা’ বলে উল্লেখ করে।

সঞ্জয়ের আইনজীবী পাল্টা সওয়াল করেছিলেন এটা বিরলতম ঘটনা নয়। কেন তার ব্যাখ্যাও দেন। বিচারকের উদ্দেশে বলেন, “শীর্ষ আদালত বলছে কোন কোন ক্ষেত্রে ঘটনা বিরলতম নয়। এক্ষেত্রেও সেটা দেখতে হবে। যেখানে রিফর্ম করার আর জায়গা নেই সেখানে। আদালতকে দেখাতে হবে কেন রিফর্ম হবার সুযোগ নেই।” সঞ্জয়ের আইনজীবীর আবেদন, “বিভিন্ন আদালতে মৃত্যুদন্ড সমালোচিত হয়েছে। বিকল্প শাস্তি দিন, এটাই আবেদন।” রায় কার্যত সঞ্জয়ের আইনজীবীদের যুক্তিতেই মান্যতা দিল।

Next Article