কলকাতা: ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় কবিগুরুর প্রিয় শান্তিনিকেতন। রবিবার এক্স হ্যান্ডেলে ইউনেস্কো ঘোষণা করতেই উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গর্বিত সকলেই এক্স হ্যান্ডেলে তাঁদের আবেগ প্রকাশ করেছেন অক্ষরমালায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, প্রত্যেক ভারতীয়র জন্য একটি গর্বের মুহূর্ত। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বিশ্ববাংলার গর্ব।’
প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদী লিখেছেন, ‘অত্যন্ত আনন্দিত যে, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গির মূর্ত রূপ এবং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য শান্তিনিকেতন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় উঠে এসেছে। সমগ্র ভারতবাসীর জন্য একটি গর্বের মুহূর্ত।’
Delighted that Santiniketan, an embodiment of Gurudev Rabindranath Tagore’s vision and India’s rich cultural heritage, has been inscribed on the @UNESCO World Heritage List. This is a proud moment for all Indians. https://t.co/Um0UUACsnk
— Narendra Modi (@narendramodi) September 17, 2023
Glad and proud that our Santiniketan, the town of Gurudev Rabindranath Tagore, is now finally included in UNESCO’s World Heritage List. Biswa Bangla’s pride, Santiniketan was nurtured by the poet and has been supported by people of Bengal over the generations. We from the…
— Mamata Banerjee (@MamataOfficial) September 17, 2023
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন যুক্ত হওয়ায় দারুণ খুশি এবং গর্বিত। কবি এই শান্তিনিকেতনকে লালন করেছেন, প্রজন্মের পর প্রজন্ম সেই ধারাকে সমর্থন করে গিয়েছে।’
Congratulations 🇮🇳
Santiniketan in West Bengal has been declared a World Heritage Site by @UNESCO
This is India’s 41st World Heritage site and India stands 6th on the World Heritage List.No better gift on the 73rd Birthday of Hon’ble Prime Minister, Shri @narendramodi.… pic.twitter.com/5Qjvbzppdf
— G Kishan Reddy (@kishanreddybjp) September 17, 2023
This is a proud moment for every Indian as Santiniketan; the name that resonates with knowledge and enlightenment, paves its way on to the UNESCO World Heritage List…🇮🇳@UNESCO pic.twitter.com/lpAk6WEYcq
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) September 17, 2023
An immensely proud moment for all citizens of our great nation and Bengalis around the world. May Bengal forever remain a shining beacon of hope, embracing the teachings and ideals of Rabindranath Tagore. 🇮🇳#PrideOfBengal #BiswaBangla 🌍 https://t.co/u6OwzzX38B
— Abhishek Banerjee (@abhishekaitc) September 17, 2023
শুভেচ্ছাবার্তা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জি কিষেণ রেড্ডি। লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিনে এর থেকে আর ভাল উপহার হতে পারে না।’ তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমাদের মহান দেশের সমস্ত নাগরিক ও সারা বিশ্বের বাঙালির কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত।’ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত, অনুপম হাজরাও।