কলকাতা: সদ্য তৃণমূলের যুব সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন সায়নী ঘোষ। আর দায়িত্ব পাওয়ার পর থেকে নিয়মিত তাঁকে দেখা যাচ্ছে তৃণমূল ভবনে নিজের দফতরে। রাজনীতিতে আনকোরা হওয়া সত্ত্বেও বড় দায়িত্ব পেয়ে জোর কদমে তিনি শুরু করে দিয়েছেন হোমওয়ার্ক। লকডাউনের জেরে জেলায় জেলায় সাংগঠনিক বৈঠক করতে না পারলেও আগামিদিনে যুব সংগঠনকে চাঙ্গা করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সায়নীর আগে এই পদ সামলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্ব নিয়ে সংগঠনকে ঢেলে সাজাতে অভিষেকের পরামর্শ নিয়ে কাজ করার কথাও জানিয়েছিলেন সায়নী। এই মুহূর্তে সারা দেশে যুব সংগঠন মজবুত করতে উদ্যোগী হয়েছেন যুবনেত্রী।
যে সব বিষয়ে নজর দিচ্ছেন সায়নী ঘোষ:
১. সোশ্যাল মিডিয়াকে বেশি ব্যবহার করতে হবে। মূল সংগঠনের সোশ্যাল মিডিয়াতে পেজ থাকলেও যুব সংগঠনের কোনও পেজ নেই। তৃণমূল যুব সংগঠনের সোশ্যাল মিডিয়ায় পেজ তৈরি করার চিন্তাভাবনা করছেন সায়নী।
২. সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যুবর কর্মকাণ্ড সারা দেশে ছড়িয়ে যাওয়ার দেওয়া অন্যতম লক্ষ্য সায়নীর। ২০২৪-কে পাখির চোখ করে ইতিমধ্যেই ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল।
৩. শুধু রাজ্য নয়, তৃণমূলের লক্ষ্য এখন দেশ। তাই সারা দেশজুড়ে তৃণমূল যুব কংগ্রেসের সদস্য সংখ্যা বাড়ানোর ওপর জোর দিতে চান সায়নী।
৪. সংগঠনে নতুন নতুন মুখ তুলে ধরার কথা বলেছেন সায়নী। ঠিক যেমন সায়নী নিজে্ দলে নতুন মুখ। তেমই নতুন মুখের চমক দিয়ে যুব তৃণমূলকে চাঙ্গা করতে চান তিনি।
আরও পড়ুন: ‘জামাইষষ্ঠীতে হাফ জামাই সেজে সম্পত্তি ত্যাগ করছে…’, ‘নিরীহ’ টু্ইট কুণালের
৫. জেলার সাংগঠনিক রদবদলে তরুণদেরই প্রাধান্য দেওয়ার কথা বলেছেন যুবনেত্রী।
৬. প্রতিটি বুথে অন্তত ১০ থেকে ১২ জন অ্যাক্টিভ সদস্য তৈরি করার পরিকল্পনা করেছেন সায়নী।
২০২১-এ নির্বাচনে যেমন বাংলায় নতুন ভোটারের অধিকাংশ ভোট তৃণমূলের দখলে গিয়েছে, তেমনই ২০২৪- এ লোকসভা নির্বাচনে সারা দেশের যুবর সমর্থন পেতে এখন থেকেই পুরোদমে সংগঠনকে মজবুত করে মাঠে নেমে পড়তে চাইছেন তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ।