কলকাতা: চিংড়িহাটার দুর্ঘটনার পুনরাবৃত্তি এবার রাজাবাজারের সামনে। শিয়ালদহ থেকে রাজাবাজার যাওয়ার পাথর টাকি হাউজ়ের সামনে একের পর এক গাড়িতে ধাক্কা। ডেপুটি লেবার কমিশনের বোর্ড লাগানো একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের অ্যাপ ক্যাবে ধাক্কা মারে। অ্যাপ ক্যাব পাশের আরও একটি গাড়িতে ধাক্কা মারে। পাশে থাকা বাইক আরোহী পড়ে গিয়ে আহত হন। প্রথমিক ভাবে অনুমান, বেপরোয়া গতিতে আসা ডেপুটি লেবার কমিশনের বোর্ড লাগানো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সামনের গাড়িতে।
দুর্ঘটনায় আহত হয়েছেন এক বাইক আরোহী। অ্যাপ ক্যাবচালকও দুর্ঘটনায় আহত হন। গত বৃহস্পতিবার চিংড়িহাটায় একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। নিকোপার্কের দিক থেকে চিংড়িহাটার দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, চালক একটি সিগন্যাল মানেননি। তাতে একজন সিভিক ভলেন্টিয়ার হাত দেখিয়ে তাঁর রাস্তা আটকান। কিন্তু লাল রঙা গাড়িটির চালক ওই সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মেরেই এগিয়ে যান। তখন ওই সিভিক ভলান্টিয়ার বাকি কর্তাদের বিষয়টি নিয়ে সচেতন করেন। চালক বাঁচতে আরও গতি বাড়িয়ে দেন। এরপর একটি টাটা সুমোকে ধাক্কা মারে লাল গাড়িটি। মাঝ রাস্তায় উল্টে যায় টাটা সুমোটি। এরপর এক মহিলা পথচারী, এক জন সাইকেল আরোহীকে ধাক্কা মারে গাড়িটি। আরও একটি গাড়িকে ধাক্কা মারে। এরপর গাড়িটি দাঁড়িয়ে যায়। ৮ জন আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। ২জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। রাতে মৃত্যু হয় আহত মহিলার। তারপরও গত দুদিনে চিংড়িহাটায় দুর্ঘটনা ঘটেছে। চিংড়িহাটা মূলত কলকাতার বুকে যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য বিশেষ পদক্ষেপ করা হয়েছে। মূলত সোজা ও লম্বা রাস্তা থাকায় অনেক গাড়ি বেপরোয়া গতিতে যায়। সে বাইক হোক কিংবা চার চাকা, অনেকক্ষেত্রেই চালক গতি নিয়ন্ত্রণ করতে পারেন না। কী উপায়ে গতি কমানো যাবে, তা ঠিক করবে পুলিশ। এছাড়া সর্বক্ষণ পুলিশের নজরদারিও বাড়াতে বলা হয়েছে।