Kolkata Weather: ৮ বছরে দ্বিতীয় উষ্ণতম নববর্ষ কলকাতায়, তাপমাত্রা ছুঁল ৩৯.২ ডিগ্রির গণ্ডি

Kaamalesh Chowdhury | Edited By: জয়দীপ দাস

Apr 15, 2023 | 8:29 PM

Kolkata Weather: এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। ২০১৬ সালে নববর্ষে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। জলীয় বাষ্পের জেরে আজ তাপের দাপট কিছুটা কম। গতকালের চেয়ে প্রায় ২ ডিগ্রি তাপমাত্রা কম কলকাতায়। আগামীকাল থেকে ১৯ এপ্রিল ফের তাপপ্রবাহের সতর্কবার্তা।

Kolkata Weather: ৮ বছরে দ্বিতীয় উষ্ণতম নববর্ষ কলকাতায়, তাপমাত্রা ছুঁল ৩৯.২ ডিগ্রির গণ্ডি
গ্রাফিক্স- শুভ্রনীল দে

Follow Us

কলকাতা: শুকনো গরমের মধ্যেই হঠাত্‍ আর্দ্রতার অত্যাচার। আকাশে ইতিউতি মেঘ। কিন্তু এ মেঘ তো মরীচিকা! জলীয় বাষ্প ঢুকলেও, তা একেবারেই পর্যাপ্ত নয়। তাই বৃষ্টির কোনও আশা নেই। তবে আর্দ্রতা বেড়ে যাওয়ায় আজ তাপে খানিকটা রেহাই। গতকালের চেয়ে প্রায় ২ ডিগ্রি তাপমাত্রা কমল কলকাতায় (Kolkata Weather)। আলিপুরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। তবে তাতেই হয়ে গেল বড় রেকর্ড। 

আবহাওয়া দফতরের তথ্য বলছে, গত আট বছরের মধ্যে এ বারই দ্বিতীয় উষ্ণতম নববর্ষ কাটাল কলকাতা। ২০১৬ সালে ৪০ ছুঁয়ে ফেলেছিল তাপমাত্রা। এ বার একটু কম। পূর্বাভাস বলছে, কাল থেকে আবার শুকনো গরম বাড়বে। ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের ১৫ জেলাতেই। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।বুধবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য দুই-তিনটি জেলা ছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা। 

তথ্য বলছে এর আগে উষ্ণতম নববর্ষের রেকর্ড তৈরি হয়েছিল ২০১৬ সালে। সেই বার ১ বৈশাখ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। ২০১৭ সালে যা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালে যা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৯ সালে যা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। ২০২০ সালে যা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০২১ সালে যা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ২০২২ সালে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। 

Next Article