Bidhansabha Security: বাদ যাচ্ছে না স্পিকারের গাড়িও, নিরাপত্তার প্রশ্নে বিধায়কদের গাড়িতে কড়া নজর

Pradipto Kanti Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 05, 2024 | 1:32 PM

Bidhansabha Security: প্রত্যেকটি গাড়ি পরীক্ষা করে তবেই ছাড়া হচ্ছে। আর সব গাড়িতে স্টিকার রাখা বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া হয়েছে। স্টিকার না থাকলে, বিধায়কের গাড়িও ভিতরে প্রবেশ করার অনুমতি পাবে না। সোমবার থেকেই এই নিয়ম কার্যকর হতে দেখা গিয়েছে। এছাড়া বিধানসভায় সারা বছরের জন্য মোতায়েন করা হয়েছে একজন ওসি পদমর্যাদার অফিসারকে।

Bidhansabha Security: বাদ যাচ্ছে না স্পিকারের গাড়িও, নিরাপত্তার প্রশ্নে বিধায়কদের গাড়িতে কড়া নজর
চেকিং হচ্ছে স্পিকারের গাড়িতেও
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বিধানসভার গেট পেরতে গেলেই ছুটে আসছেন পুলিশ আধিকারিক। গাড়ি দাঁড় করিয়ে দেখা হচ্ছে নির্দিষ্ট স্টিকার লাগানো আছে কি না। স্টিকার না থাকলে ছাড় পাবে না খোদ বিধায়কদের গাড়িও। এমনকী স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায়ের গাড়িও ছাড় পেল না। সোমবার সকালে দেখা গেল স্পিকারের গাড়ি প্রবেশ করার সময় আটকে রেখে চলল চেকিং। এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি বিধানসভায়। সূত্রের খবর, গত বছরের ডিসেম্বর মাসে লোকসভায় স্মোক বম্ব নিয়ে হামলার ঘটনার পরই বিধানসভার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সেই নিরাপত্তাই ছবিই দেখা গেল সোমবার। তবে এবিষয়ে স্পিকার মুখ খুলতে চাননি।

২০২৩-এর ১৩ ডিসেম্বর আচমকা লোকসভা অধিবেশন চলাকালীন হামলার ঘটনা ঘটে। কয়েক জন ব্যক্তি স্মোক বম্ব নিয়ে ঢুকে পড়ে লোকসভায়। আচমকা এমন ঘটনায় চমকে গিয়েছিলেন সাংসদরাও। তড়িঘড়ি কক্ষ থেকে বেরিয়ে যান তাঁরা। পরে একে একে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পুলিশ জানতে পারে, দীর্ঘদিন ধরে পরিকল্পনা ওই হামলা চালানো হয়েছিল। এরপরই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় নবান্ন।

প্রত্যেকটি গাড়ি পরীক্ষা করে তবেই ছাড়া হচ্ছে। আর সব গাড়িতে স্টিকার রাখা বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া হয়েছে। স্টিকার না থাকলে, বিধায়কের গাড়িও ভিতরে প্রবেশ করার অনুমতি পাবে না। সোমবার থেকেই এই নিয়ম কার্যকর হতে দেখা গিয়েছে। এছাড়া বিধানসভায় সারা বছরের জন্য মোতায়েন করা হয়েছে একজন ওসি পদমর্যাদার অফিসারকে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, নিরাপত্তার সঙ্গে কোনও আপোশ করা হবে না।

Next Article