AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birthday of Rajdhani Express: ‘জন্ম’ মমতার হাতে, ২৫ বছরে পা দিতেই ধুমধাম করে জন্মদিন পালন ‘তরুণ’ রাজধানীর, কী গিফ্ট পেলেন যাত্রীরা?

Birthday of Rajdhani Express: হাওড়া থেকে দিল্লি, ১৯৬৯ সালে দেশের মধ্যে প্রথম রাজধানী চালু হলেও শিয়ালদহ থেকে দিল্লী পর্যন্ত রাজধানী চালু হতে সময় লেগে যায়। দীর্ঘ বছর চেষ্টা করার পর পূর্ব ভারতের সঙ্গে দিল্লির যাতায়াত আরো মসৃণ এবং সংগঠিত করে তুলতে এই রাজধানী এক্সপ্রেস পায় শিয়ালদহ ডিভিশন।

Birthday of Rajdhani Express: 'জন্ম' মমতার হাতে, ২৫ বছরে পা দিতেই ধুমধাম করে জন্মদিন পালন ‘তরুণ’ রাজধানীর, কী গিফ্ট পেলেন যাত্রীরা?
শিয়ালদহে উৎসব Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jul 02, 2025 | 11:38 AM
Share

কলকাতা: হয়ে গেল জন্মদিন। হ্যাঁ, রাজধানী এক্সপ্রেসের জন্মদিন। ২৫ বছর আগে অর্থাৎ ২০০০ সালে ১ জুলাই শিয়ালদহ থেকে যাত্রা শুরু করেছিল শিয়ালদহ-দিল্লি রাজধানী এক্সপ্রেস। রাজধানীর সেই জন্মদিনই মহাধুমধামের সঙ্গে পালিত হল শিয়ালদহ স্টেশনে। যাত্রীদের জন্যও ছিল বিশেষ ব্যবস্থা। হরেকরকেমর পদে পুরোটাই বাঙালিয়ানার ছোঁয়া। বাসন্তী পোলাও থেকে চিকেন কষা, পনির ডালনা,  আলু পটল, নারকেল চানার ডাল, পালং পরোটা, আইসক্রিম, বাদ যায়নি কিছুই। আর শেষ পাতে রসগোল্লা তো ছিলই।

শিয়ালদহ স্টেশনে এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন শিয়ালদহের ডিআরএম অনিল সাক্সেনা, শিয়ালদহের ডিপিও একলব্য চক্রবর্তী, ইস্টার্ন রেল ফ্যান্স ক্লাবের সদস্যরা। রেল ফ্যান্স ক্লাবের সদস্যদের উদ্যোগের গোটা পরিকল্পনা বাস্তবের মুখ দেখে। মঙ্গলবার গোটা রাজধানী এক্সপ্রেসকে ফুল এবং বেলুন দিয়ে সাজানো হয়েছিল। ১২ নম্বর প্ল্যাটফর্ম, যেটি রাজধানী এক্সপ্রেসের স্থায়ী প্ল্যাটফর্ম সংলগ্ন জায়গাটিও সাজিয়ে তোলা হয়। 

ট্রেনে ওঠার আগে যাত্রীদের হাতে হাতে দেওয়া হয় ফুল। এরপর ট্রেনের ভিতরে তাঁদের হাতে তুলে দেওয়া হয় একটি ‘মেমেন্টো’ এবং স্যুভেনিয়ার টিকিট। এ ক্ষেত্রে বলে রাখা ভাল, শিয়ালদহ স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস পথচলা শুরু করছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। তিনিই তখন দেশের রেল মন্ত্রী। চলমান ইতিহাসের পাতায় নাম তুলে ফেলা সেই রাজধানীই এখন ২৫ বছরের যুবক। 

হাওড়া থেকে দিল্লি, ১৯৬৯ সালে দেশের মধ্যে প্রথম রাজধানী চালু হলেও শিয়ালদহ থেকে দিল্লী পর্যন্ত রাজধানী চালু হতে সময় লেগে যায়। দীর্ঘ বছর চেষ্টা করার পর পূর্ব ভারতের সঙ্গে দিল্লির যাতায়াত আরো মসৃণ এবং সংগঠিত করে তুলতে এই রাজধানী এক্সপ্রেস পায় শিয়ালদহ ডিভিশন। তবে ২৫ বছরের জন্মদিনের রাজধানী এক্সপ্রেস প্লাটফর্ম ছাড়তেই ভিতরে থাকে এক যাত্রী আচমকেই চেন টেনে দেয়। অকারণে চেন টানায় তাঁকে আটক করে আরপিএফ। যদিও এই অপ্রীতিকর ঘটনা ছাড়া গোটা অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হয়েছে বলে খবর।