West Bengal News Today Live: আদালতে যাওয়ার পথে গুরুতর জখম শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষ, মৃত্যু ছেলে-সহ গাড়ির চালকের

Breaking News in Bengali Live Updates: ইতিমধ্যেই ২৯ লক্ষ ভোটারের নো ম্যাপিং বা ২০০২ এর সঙ্গে কোন লিঙ্ক পায়নি কমিশন। মঙ্গলবার CEO-র সঙ্গে বৈঠকের পর জানান রাহুল সিনহা। তা নিয়েও চাপানউতোর তুঙ্গে। এরইমধ্যে কোথাও শোকজ নোটিস গেল বিএলও-দের কাছে। কোথাও আবার আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল ভোটার কার্ড।

West Bengal News Today Live: আদালতে যাওয়ার পথে গুরুতর জখম শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষ, মৃত্যু ছেলে-সহ গাড়ির চালকের
ভোলা ঘোষ

Dec 10, 2025 | 12:55 PM

LIVE NEWS & UPDATES

  • 10 Dec 2025 12:40 PM (IST)

    মমতা-শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী দেবেন হুমায়ুন

    • সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর সেকুলার দল গড়বেন।
    • সেক্ষেত্রে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি,  মিমের পাশাপাশি ‘ধর্মনিরপেক্ষ’ জাতীয় কংগ্রেস, আইএসএফের কথাও বললেন।
    • বুধবার পাঁচ তারা হোটেল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও প্রার্থী দেবেন তিনি।
    • হুমায়ুনের দল ছাব্বিশের নির্বাচনে প্রার্থী দেবে ভবানীপুর- নন্দীগ্রামেও।

  • 10 Dec 2025 12:37 PM (IST)

    অভিষেকের প্রশ্নে বঞ্চনা স্বীকার কেন্দ্রের

    • একশো দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য, মানল কেন্দ্র। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে সত্য সামনে আমল কেন্দ্র।
    • কেন্দ্রের স্বীকারোক্তি বাংলা ছাড়া সব রাজ্যের বরাদ্দ মিটিয়েছে কেন্দ্রীয় সরকার। চলতি অর্থবর্ষে এক টাকাও দেওয়া হয়নি বাংলাকে।
    • এর আগেও অধিবেশনে একাধিকবার এই বিষয়টিই উত্থাপন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবারও এই বিষয়টিই উত্থাপন করেন তিনি।
    • তিনি প্রশ্ন করেন, এখনও পর্যন্ত মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে কত টাকা বাকি রয়েছে? পাশাপাশি কোন রাজ্যের ক্ষেত্রে কত টাকা বাকি রয়েছে, তার তালিকা দেওয়া হোক।
  • 10 Dec 2025 10:57 AM (IST)

    বিএলও-র বাড়িতে হামলা দুষ্কৃতীদের, কারণ ঘিরে প্রশ্ন

    উত্তর ২৪ পরগনার খড়দহে এক বিএলও-র বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই বিএলও-র বাড়িতে ইট ছোড়া হয়। দরজায় লাথি মেরে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত মানব চন্দ্র নামে ওই বিএলও। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। খড়দহ থানায় অভিযোগ দায়ের হয়েছে। নিরাপত্তা না পেলে কাজ বন্ধের হুঁশিয়ারি অন্য বিএলও-দের।

    বিস্তারিত: এবার খড়দহে বিএলও-র বাড়িতে হামলা দুষ্কৃতীদের, খসড়া তালিকা প্রকাশের আগে বাড়ছে আতঙ্ক

  • 10 Dec 2025 10:37 AM (IST)

    কোথা থেকে এল এত ভোটার কার্ড?

  • 10 Dec 2025 10:35 AM (IST)

    ফের শোকজ ২ বিএলও

    • গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য। তারপরেও বিএলও-র দায়িত্ব কাঁধে নিয়ে করে যাচ্ছিলেন কাজ। অভিযোগ জমা পড়তেই সরিয়ে দেয় কমিশন।
    • নতুন যাঁকে দায়িত্ব দেওয়া হয় তার বিরুদ্ধেও কর্তব্য গাফলিতির অভিযোগ উঠেছে। ঘটনা বারুইপুর পূর্ব বিধানসভার হাড়দহ গ্রাম পঞ্চায়েতের ৯৪ নম্বর বুথের। বিস্তারিত পড়ুন- ফের তৃণমূল যোগ! বারুইপুরে শোকজ দুই বিএলও

      নির্বাচন কমিশন

কলকাতা: বাংলায় পুরোদমে চলছে এসআইআরের কাজ। নির্বাচন কমিশন বলছে এখনও পর্যন্ত মোট ৫৭,০১,৫৪৮ ফর্ম আনকালেক্টেড রয়েছে। যার মধ্যে মৃতের সংখ্যা ২৪,০৮৫৭৪। অন্যদিকে রাজ্যে প্রায় এক কোটি ভোটারকে হিয়ারিং বা শুনানিতে ডাকতে পারে কমিশন। ইতিমধ্যেই ২৯ লক্ষ ভোটারের নো ম্যাপিং বা ২০০২ এর সঙ্গে কোন লিঙ্ক পায়নি কমিশন। মঙ্গলবার CEO-র সঙ্গে বৈঠকের পর জানান রাহুল সিনহা। তা নিয়েও চাপানউতোর তুঙ্গে। এরইমধ্যে কোথাও শোকজ নোটিস গেল বিএলও-দের কাছে। কোথাও আবার আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল ভোটার কার্ড।