
উত্তর ২৪ পরগনার খড়দহে এক বিএলও-র বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই বিএলও-র বাড়িতে ইট ছোড়া হয়। দরজায় লাথি মেরে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত মানব চন্দ্র নামে ওই বিএলও। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। খড়দহ থানায় অভিযোগ দায়ের হয়েছে। নিরাপত্তা না পেলে কাজ বন্ধের হুঁশিয়ারি অন্য বিএলও-দের।
বিস্তারিত: এবার খড়দহে বিএলও-র বাড়িতে হামলা দুষ্কৃতীদের, খসড়া তালিকা প্রকাশের আগে বাড়ছে আতঙ্ক
শোরগোল এলাকায়
নির্বাচন কমিশন
কলকাতা: বাংলায় পুরোদমে চলছে এসআইআরের কাজ। নির্বাচন কমিশন বলছে এখনও পর্যন্ত মোট ৫৭,০১,৫৪৮ ফর্ম আনকালেক্টেড রয়েছে। যার মধ্যে মৃতের সংখ্যা ২৪,০৮৫৭৪। অন্যদিকে রাজ্যে প্রায় এক কোটি ভোটারকে হিয়ারিং বা শুনানিতে ডাকতে পারে কমিশন। ইতিমধ্যেই ২৯ লক্ষ ভোটারের নো ম্যাপিং বা ২০০২ এর সঙ্গে কোন লিঙ্ক পায়নি কমিশন। মঙ্গলবার CEO-র সঙ্গে বৈঠকের পর জানান রাহুল সিনহা। তা নিয়েও চাপানউতোর তুঙ্গে। এরইমধ্যে কোথাও শোকজ নোটিস গেল বিএলও-দের কাছে। কোথাও আবার আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল ভোটার কার্ড।