AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তথ্যের হেরফের দেখেই সন্দেহ, ৭ BLO-কে শোকজ কমিশনের

SIR in Bengal: বিভিন্ন জায়গায় বিএলও-রা এই ডিজিটাইজেশন নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে অসুবিধা হচ্ছে বলে দাবি বিএলও-দের। এরই মধ্যে সংশ্লিষ্ট এলাকায় বেশ কিছু তথ্যের হেরফের দেখা গিয়েছে। সে ব্যাপারেই উপযুক্ত জবাব চাওয়া হয়েছে। না পেলে নেওয়া হতে পারে কড়া ব্যবস্থা।

তথ্যের হেরফের দেখেই সন্দেহ, ৭ BLO-কে শোকজ কমিশনের
ফাইল ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 20, 2025 | 11:25 PM
Share

কলকাতা: একদিকে বিএলও-দের অসুস্থ হয়ে পড়ার খবর সামনে আসছে। এরই মধ্যে সাত বিএলও-কে শোকজ নোটিস ধরাল নির্বাচন কমিশন। বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের সাত জন বিএলও-কে শোকজ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। মূলত ডিজিটাইজেশন প্রক্রিয়াকে কেন্দ্র করেই অভিযোগ উঠেছে। সঠিকভাবে ডিজিটাইজেশন করা হয়নি বলেই অভিযোগ।

শুক্রবার দুপুরের মধ্যে কেন ঠিকমতো কাজ করতে পারেননি তাঁরা। সেই প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে বিএলও-দের। সন্তোষজনকভাবে জবাব দিতে না পারলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

নির্বাচন কমিশনের নির্দেশ ছিল, সংগ্রহ করা ফর্মের ৩০ শতাংশ ডিজিটাইজ করতে হবে। কিন্তু দেখা গিয়েছে, মাত্র ৪ থেকে ৮ শতাংশ ফর্ম ডিজিটাইজ করেছেন ওই বিএলও-রা। বিভিন্ন জায়গায় বিএলও-রা এই ডিজিটাইজেশন নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে অসুবিধা হচ্ছে বলে দাবি বিএলও-দের। এরই মধ্যে সংশ্লিষ্ট এলাকায় বেশ কিছু তথ্যের হেরফের দেখা গিয়েছে। সে ব্যাপারেই উপযুক্ত জবাব চাওয়া হয়েছে। না পেলে নেওয়া হতে পারে কড়া ব্যবস্থা।

এদিকে, একাধিক বিএলও অসুস্থ হওয়ার খবর সামনে এসেছে। হুগলির কোন্নগরে এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন বিএলও তপতী বিশ্বাস। হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক জানান,সেরিব্রালে অ্যাটাক হয়েছে তাঁর। উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও দেখা গিয়েছে একই ছবি। সেখানে কর্তব্যরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক বিএলও। কাজের চাপেই অসুস্থ বলে দাবি।