Gas Cylinder Blast: ভরসন্ধেয় গার্ডেনরিচে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ অন্তত ২২, ভর্তি SSKM-এর ট্রমা কেয়ারে

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

Apr 20, 2023 | 10:18 PM

Garden Reach: শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গার্ডেনরিচের সিলিন্ডার ফেটে দুর্ঘটনায় ২২ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে বলে জানা যাচ্ছে।

Gas Cylinder Blast: ভরসন্ধেয় গার্ডেনরিচে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ অন্তত ২২, ভর্তি SSKM-এর ট্রমা কেয়ারে
এসএসকেএম হাসপাতাল

Follow Us

কলকাতা: শহরে ফের গ্যাস সিলিন্ডার ফেটে (Gas Cylinder Blast) ভয়াবহ দুর্ঘটনা। গার্ডেনরিচ (Garden Reach) মার্কেট এলাকায় বৃহস্পতিবার সন্ধেয় সিলিন্ডার বিস্ফোরণে বহু মানুষ অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন বিকেল প্রায় ৫টা ৪০ মিনিট নাগাদ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। মার্কেট এলাকায় তিনটি গ্যাসের সিলিন্ডারে আগুন লাগে। সেই থেকেই সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটেছে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যাওয়ার আগেই সিলিন্ডার ফেটে গিয়েছিল বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গার্ডেনরিচের সিলিন্ডার ফেটে দুর্ঘটনায় ২২ জন অগ্নিদগ্ধ হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে বলে জানা যাচ্ছে।

হাসপাতালে ভর্তি আহতদের পরিজনরা জানাচ্ছেন, সন্ধে ৬টার কিছু আগে এলাকার একটি বাড়িতে সিলিন্ডার ফাটে। দুর্ঘটনায় আশপাশের দোকানে আগুন লেগে যায়। মহম্মদ ফয়জল নামে এক যুবক সেই সময় পাশ দিয়েই আসছিল, হঠাৎ বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে গিয়েছে ফয়জল। বর্তমানে সে ভর্তি রয়েছে এসএসকেএম হাসপাতালে। হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন,  অগ্নিদগ্ধ হয়ে যাঁরা ভর্তি রয়েছেন, তাঁদের মধ্যে প্রাথমিকভাবে সকলের অবস্থাই আশঙ্কাজনক। কারণ, সদ্য ঘটনাটি ঘটেছে।

এদিকে বৃহস্পতিবারের ওই দুর্ঘটনায় প্রাথমিক অনুসন্ধানের পর জানা গিয়েছে, যেখানে বিস্ফোরণটি হয়েছে, সেখানে রান্না হচ্ছিল। ওই সময়েই সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুন লেগেছে। দমকলের তৎপরতায় ঘটনাস্থলের আগুন ইতিমধ্যেই নেভানো হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়েই জখমদের দেখতে এসএসকেএম হাসপাতালে ছুটে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ট্রমা কেয়ার ইউনিটে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। সেখান থেকে বেরিয়ে মেয়র বললেন, ‘একটি ঘরে গ্যাস সিলিন্ডার ফেটে অঘটন ঘটেছে। ২২ জন আহত হয়েছেন। তার মধ্যে একজনের অবস্থা খুব খারাপ। কিন্তু পেটে কোনও জখম নেই। হাসপাতালে ভর্তি দুই জনকে নিয়ে চিন্তা রয়েছে। প্রায় ১২ বছর আমি গার্ডেনরিচে যাচ্ছি। এমন মর্মান্তিক দুর্ঘটনা আগে দেখিনি।’

Next Article