Local Trains Cancel: সপ্তাহান্তে বাতিল প্রচুর লোকাল ট্রেন, বদলাচ্ছে এক্সপ্রেস ট্রেনের সূচিও
Local Train Cancel: আগামী রবিবার রেল লাইনে কাজের জন্য আরও একগুচ্ছ ট্রেন বাতিল রাখা হচ্ছে। হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া ও খানা-গুমানি শাখায় রেলের মেনটেনেন্সের কাজ চলবে এই রবিবার। সেই কারণে পাওয়ার ব্লকের জন্য বেশ কিছু ট্রেন রবিবার বাতিল রাখা হচ্ছে ওই লাইনগুলিতে।
কলকাতা: রবিবার এমনিতেই বেশ কিছু ট্রেন কম থাকে বিভিন্ন লাইনে। আগামী রবিবার রেল লাইনে কাজের জন্য আরও একগুচ্ছ ট্রেন বাতিল রাখা হচ্ছে। হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া ও খানা-গুমানি শাখায় রেলের মেনটেনেন্সের কাজ চলবে এই রবিবার। সেই কারণে পাওয়ার ব্লকের জন্য বেশ কিছু ট্রেন রবিবার বাতিল রাখা হচ্ছে ওই লাইনগুলিতে।
রবিবার যে ট্রেনগুলি বাতিল থাকছে
হাওড়া থেকে বাতিল থাকবে ৩৭৩১৫ ও ৩৭৮৩১ লোকাল। বর্ধমান থেকে বাতিল থাকবে ৩৭৮৩৬ লোকাল। ব্যান্ডেল থেকে বাতিল থাকবে ৩৭৫৩৪ ও ৩৭৭৪৯ লোকাল। নৈহাটি থেকে বাতিল থাকবে ৩৭৫৩৩ লোকাল। তারকেশ্বর থেকে বাতিল থাকবে ৩৭৩২৬ লোকাল। কাটোয়া থেকে বাতিল থাকবে ৩৭৭৪৮ ও ০৩০৯৫ লোকাল। আজিমগঞ্জ থেকে বাতিল থাকবে ০৩০৯৬ লোকাল।
এর পাশাপাশি বেশ কয়েকটি লোকাল ট্রেনের সময়সূচিতেও বদল আনা হচ্ছে আগামী রবিবারের জন্য। ৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল রবিবার নির্ধারিত সময়ের থেকে ৩০ মিনিট দেরিতে ছাড়বে। ৩১১৫১ শিয়ালদহ-বর্ধমান লোকালও আগামী ৩ ডিসেম্বর নির্ধারিত সময়ের থেকে ২০ মিনিট দেরিতে রওনা দেবে।
রেল লাইনের কাজের জন্য বেশ কিছু এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনেরও সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস, ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস, ৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকাল এবং ০৩৪৭০ তিনপাহাড়-বর্ধমান প্যাসেঞ্জারের যাত্রা শুরুর সময় প্রয়োজন অনুযায়ী যথাক্রমে এক ঘণ্টা, আধ ঘণ্টা, ২০ মিনিট ও ২০ মিনিট করে পিছতে পারে।
রবিবার সাধারণত অফিস-কাছারি, স্কুল-কলেজ ছুটি থাকে। সেক্ষেত্রে যাত্রীদের ভিড় তুলনায় কিছুটা কমই থাকে ট্রেনগুলিতে। তবে আপনার যদি এই লাইনে কোথাও যাওয়ার প্ল্যানিং থাকে, তাহলে হাতে সময় নিয়ে রওনা দিন। নাহলে দুর্ভোগের মধ্যে পড়তে হতে পারে।